শিরোনাম
◈ শৈলকুপায় ব্যবসায়ীর পায়ের রগ কর্তন ◈ রবীন্দ্র শিক্ষার্থীদের যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ব্লকেড, যানচলাচল বন্ধ ◈ স্বর্ণ পাচার করতে গিয়ে ধরা পরা সেই কেবিন ক্রু রুদাবা সুলতানাকে সাময়িক বরখাস্ত ◈ হজ ওমরা নিয়ে আমার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা যদি এক টাকাও ঘুষ খেলে ফাঁসিতে ঝোলাব: ধর্ম উপদেষ্টা ◈ ক্লোরেটের মাত্রা বেশি, যুক্তরাজ্যে আবারও বাজার থেকে তুলে নেওয়া হলো কোকা-কোলার পণ্য ◈ করাচিতে স্বাধীনতা দিবসে ফাঁকা গুলি ছুড়ে নিহত ৩, আহত ৬৪ ◈ এবার ইসরায়েলকে অস্ত্র সরবরাহ নিয়ে যা বলল সৌদি আরব! ◈ সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস গ্রেফতার ◈ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে লঘুচাপ ◈ ‘মৃত ভোটারদের’ সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী,তোলপাড়

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ১১:৩১ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে ২ শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে : জামালপুরের সরিষাবাড়ীতে ৯ ও ১০ বছরের দুই শিশুকে বলাৎকারের অভিযোগে বজলুর রহমান (৩০) নামের এক মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে পৌর এলাকার সাতপোয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক বজলুর রহমান কে মাদরাসা থেকে রাতেই আটক করে পুলিশ। অভিযুক্ত শিক্ষক সিরাজগঞ্জ জেলার হরিপুর উপজেলার বজ্ররা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বলে জানা গেছে। সে সরিষাবাড়ী রাওদাতুল আত্ফাল একাডেমী মাদ্রাসার (হিফয বিভাগের) সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া গ্রামের একটি মাদ্রাসায় ৯ ও ১০ বছরের দুই শিশুকে ২ মাসের বেশি সময় ধরে নিয়মিত বলাৎকার করে আসছেন শিক্ষক বজলুর রহমান। এ ঘটনায় ১০ বছরের শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার পরিবারের কাছে জানায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা শনিবার রাতে মাদ্রাসা ঘেরাও করে প্রায় তিন ঘণ্টা শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে অস্বাভাবিক অবস্থা বিরাজ করলে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে।

বলাৎকারের শিকার ২ শিশুর অভিভাবক জানান, তাদের ২ ছেলেকে দুই মাসের বেশি সময় ধরে বলাৎকার করে আসছিল ওই লম্পট শিক্ষক। সম্প্রতি ছেলেটির পায়ুপথে রক্তপাত শুরু হলে ঘটনাটি আমাদেরকে জানায়। ছেলেকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এই চরিত্রহীন লম্পট শিক্ষকের কঠিন শাস্তির দাবিও জানান তারা। 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে থানায় আনা হয়। পরে রবিবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়