শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ০২:৫২ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারাদেশে ধর্ষণ, নারী নিপীড়নের প্রতিবাদে ফরিদপুর ছাত্র জনতার বিক্ষোভ মিছিল  

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর : ফরিদপুর ছাত্র জনতার উদ্যোগে পদযাত্রা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ‌(১৬ মার্চ) সকাল ১১:৩০ টার দিকে ফরিদপুর ছাত্র জনতার উদ্যোগে, উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।

শিক্ষার্থী  সাইফ খানের সভাপতিত্বে  সারাদেশে অব্যাহত ধর্ষণ,নারী নিপীড়ন ও বিচার বিভাগের অব্যাবস্থাপনার বিরুদ্ধে একটি পদযাত্রা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এটি প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণপূর্বক কোর্ট চত্বরে এসে  শেষ হয় এবং মিছিল পরবর্তী একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন  শিক্ষার্থী  নিরব ইমতিয়াজ শান্ত, সৌরভ হোসেন, মোঃ সোহেল রানা, কাজী জেবা তাহসিন, সানজিদা স্বাগতা, সোমা, এছাড়া বিভিন্ন রাজনৈতিক ‌ সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা বলেন " গত ১৭ বছর যারা অন্যায় ভাবে শাসন করে গেছে তারাই ষড়যন্ত্রমূলকভাবে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছে। বক্তারা  অবিলম্বে তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বক্তারা বলেন  তনু থেকে আছিয়া আমরা কারো বিচার নিশ্চিত করতে পারি নাই। বর্তমান সমাজে বাবার হাতে কন্যা সন্তানও নিরাপদ নয়। বর্তমান সমাজে নারীরা নিশ্চিন্তে রাস্তাঘাটে চলাফেরা করতে পারছে না। বক্তারা আইনজীবীদের উদ্দেশ্যে বলেন আপনারা ধর্ষকের পক্ষে কেউ মামলা মামলা পরিচালনা করবেন না। ধর্ষকদের বিচার হতে হবে। এদের হাত থেকে পরিবার , সমাজ, জাতি কারো রক্ষা নেই। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়