শিরোনাম
◈ ভোটকেন্দ্রের দায়িত্ব থেকে ডিসি-ইউএনওদের বাদ দিয়ে করা থাকবে? ◈ ‘ভারতীয় সফটওয়্যার’ ইরানে হামলার নেপথ্যে, আতঙ্কে মুসলিম বিশ্ব ◈ সারজিস-হাসনাতকে শতবার কল করলেও রিসিভ করেন না: শহীদ জাহিদের মায়ের অভিযোগ ◈ ৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি, ঝড়ের শঙ্কা ◈ ফ্রা‌ন্সের লিও শহ‌রের কসাই থেকে গাজার কসাই: ইতিহাসে বারবার অপরাধীদের বাঁচিয়েছে আমেরিকা ◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৫, ০৫:০৬ বিকাল
আপডেট : ২৬ জুন, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুরতে এসে শীতলক্ষ্যা নদীতে ডুবে ২ কিশোরের মৃত্যু

মাহবুব সৈয়দ,পলাশ (নরসিংদী) প্রতিনিধি : ঘুরতে এসে নরসিংদীর পলাশে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে মিহাদ ইসলাম (১৮) ও আশাদুজ্জামান আসাদ(১৭) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। নিহত মিহাদ মিরপুর ১১ এর পলাশ নগর (পল্লবী) এলাকার শাহজাহান বেপারীর ছেলে। আসাদ মিরপুর ১৩ এর(টেকি) এলাকার কামরুল ইসলাম এর ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার বিকেলে ঢাকার মিরপুর থেকে মিহাদ ও আসাদসহ ৪ বন্ধু মিলে নরসিংদীর পলাশে ঘুরতে আসে। এ সময় তারা ডাঙ্গা ইউনিয়নের চরকা টেক্সটাইল ফ্যাক্টরির পাশে শীতলক্ষ্যা নদীতে গোসলে নামে।

গোসলের এক পর্যায়ে মিহাদ ও আসাদ গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে অপর দুই বন্ধু স্থানীয়দের খবর দেয়। পরে পুলিশ ও টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। অভিযানের এক ঘণ্টা পর মিহাদের মরদেহ ও শনিবার সকালে আসাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। টঙ্গি ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার ইদ্দিস আলী বলেন, তাদের কেউই সাতার জানতো না। দুজন গভীর পানিতে চলে যাওয়ায় পানিতে ডুবে যায়। শুক্রবার সন্ধায় মিহাদের মরদেহ ও শনিবার সকালে আসাদের মরদেহ উদ্ধার করা হয়। 

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:মনির হোসেন বলেন,সাতার না জানায় এমন মৃত্যুর ঘটনা ঘটতে পারে।নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়