শিরোনাম
◈ ক্রিকবাজের দাবি: আপাতত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি ◈ রাজধানীতে আরেক হত্যাকাণ্ড: কদমতলীতে ভাঙারি ব্যবসায়ী নিহত ◈ ঢাকা-১৭ এ তারেক রহমানের প্রার্থিতা: ভোটের মাঠে নতুন হিসাব ◈ পুশইন, হাদি হত্যা ও ভিসা সংকটে টানাপোড়েন: বাংলাদেশ–ভারত সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াল ◈ কোনো বাপের বেটা নেই আমাকে থামাতে পারে: রুমিন ফারহানা (ভিডিও) ◈ ভারতে বসে হাদি হত্যার নির্দেশ: অভিযোগপত্রে উঠে এলো কার কী ভূমিকা ◈ আবাসন ঋণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক ◈ ভারত বা‌দে যেখানেই খেলা হোক, প্রস্তুত বাংলাদেশ দল ◈ পোস্টাল ব্যালটে ১৫ লাখ ভোটার, বদলে যেতে পারে নির্বাচনের সমীকরণ ◈ বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহনের ‘বৈষম্যমূলক’ সিদ্ধান্ত বাতিল চায় টিআইবি

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ১১:৩৪ রাত
আপডেট : ১১ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে ৩ হাজার ৫৬৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, আটক ৩

মোশায়ারা আক্তার জলি, দাউদকান্দি(কুমিল্লা)প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে ৩ হাজার ৫৬৬ কেজি নিষিদ্ধ পলিথিনসহ ৩জনকে আটক করেছে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ।
 
আজ বৃহস্পতিবার(১৩ মার্চ) সকাল ৯ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির বলদাখাল নামকস্থানে চেকপোষ্ট বসিয়ে ৩ হাজার ৫৬৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পুলিশ। 
 
পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার(১৩ মার্চ) সকাল ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে থানার এসআই মো.জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির বলদাখাল কুমিল্লাগামী লেনে চেকপোষ্ট  বসিয়ে একটি মিনি কাভার্ডভ্যান আটক করেন।পরে ওই গাড়িতে তল্লাশী চালিয়ে সিমেন্টের বস্তায় রক্ষিত ১৩৭ বস্তায় মোট ৩ হাজার ৫৬৬ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেন।এসময় গাড়ির চালকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। 
 
আটককৃতরা হলেন, গাড়ির চালক চাঁদপুর জেলার মতলব উপজেলার মাইছকান্দি গ্রামের বাক্কার ছেলে মো.রিয়াদ (২৩), কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাংলা বাজার গ্রামের কামাল ঢালীর ছেলে মো.স্বপন (৪০) ও নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার আমইরকানাদা পাড়ার সিরাজ মিয়ার ছেলে মো.হাবিবুর রহমান (৫১)।
 
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পলিথিন উদ্ধারসহ ৩জনকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা ঢাকা চকবাজার হইতে মালামাল লোড করিয়া কুমিল্লা জেলার চান্দিনায় নিয়ে যাচ্ছিলেন।
 
 
মোশায়ারা আক্তার জলি 
  • সর্বশেষ
  • জনপ্রিয়