শিরোনাম
◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৫, ০৪:৪৬ সকাল
আপডেট : ১৭ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যরাতে সিলেটে হাজার-হাজার মানুষ ডাকাত আতঙ্কে লাঠিসোটা নিয়ে রাস্তায় (ভিডিও)

সিলেটে ডাকাত আতঙ্কে মধ্যরাত থেকে লাঠিসোটা হাতে নিয়ে অবস্থান করছে হাজার হাজার মানুষ। জেলার গোলাপগঞ্জ, বিশ্বনাথ, দক্ষিন সুরমা সহ কয়েকটি উপজেলায় মসজিদের মাইকে ডাকাত থেকে সতর্ক থাকার ঘোষণা দিলে আতঙ্কে মানুষজন রাস্তায় নেমে আসেন। খবর: মানবজমিন।

গোলাপগঞ্জ উপজেলার নিমাদল মোকামবাজার এলাকায় সড়কে অবস্থান নেয় অন্তত ১০ হাজার মানুষ। ওই বাজারে অপরিচিত তিন জনকে একটি দোকানের ভেতরে আটকে রেখে বিক্ষুব্ধ জনতা বাইরে বিক্ষোভ প্রদর্শন করে। রাত ২ টার দিকে পুলিশের একটি টিম সেখানে গেলে তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করা হলে পুলিশ সদস্যরা সেখান থেকে চলে আসেন। রাত ৩ টা পর্যন্ত স্থানীয় জনতা বাজারে অবস্থান করছিলেন।

এদিকে রাত দেড়টা থেকে গোলাপগঞ্জ পৌর শহরে ডাকাত আতঙ্ক বিরাজ করে। এ সময় পৌরসভার কয়েকটি ওয়ার্ডের মসজিদে ডাকাত থেকে সতর্ক থাকার ঘোষণা দেওয়া হয়। এ সময় কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে পাহারা দেন। পুলিশের কয়েকটি টিম ওই এলাকা পরিদর্শন করেছে। একই সময় উপজেলার হেতিমগঞ্জে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টা করা হলে স্থানীয়দের ধাওয়ায় ডাকাতদল পালিয়ে যায়।  

এদিকে মধ্যরাত থেকে বিশ্বনাথ উপজেলার সদর, দেওকলস, দৌলতপুর সহ কয়েকটি এলাকার মসজিদের মাইকে ডাকাত ডাকাত বলে মাইকিং করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। এ সময় ওইসব এলাকার লোকজনও রাস্তায় নেমে আসেন। রাত ৩ টা পর্যন্ত তারা রাস্তায়ই অবস্থান করছিলেন। এছাড়া দক্ষিন সুরমা উপজেলার মোগলাবাজার ও রাখালগঞ্জ এলাকায়ও ডাকাত আতঙ্কে লোকজন লাঠিসোটা নিয়ে সড়কে অবস্থান নেন।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. রফিকুল ইসলাম জানিয়েছেন- জেলার সবখানেই পুলিশের টহল জোরদার রয়েছে। সিনিয়র কর্মকর্তারা মাঠে টহলে রয়েছে। যেখানেই সমস্য হচ্ছে পুলিশ জনগনের পাশে দাড়াচ্ছে। একইসঙ্গে চিহিৃত ডাকাতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়