শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ ◈ হঠাৎ করে ওএমএসের চাল-আটা বিক্রি বন্ধ, বিপাকে দরিদ্র মানুষেরা ◈ দেশে ফিরতে সপরিবারে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান (ভিডিও) ◈ এবার ভারতের অরুণাচল প্রদেশ চায় চীন, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির দিকেও ইঙ্গিত: পেন্টাগনের প্রতিবেদন ◈ ঢাকা মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত ◈ সংকট কাটিয়ে যেভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে এলেন তারেক রহমান ◈ লোভে রাজনৈতিক দলের অস্তিত্ব সংকটে: হাসনাত আবদুল্লাহ’র সমাবেশে হুঁশিয়ারি (ভিডিও) ◈ দেশকে আরও স্বনির্ভর করা সম্ভব: প্রধান উপদেষ্টা ◈ ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা, নাগরিক নজরদারি দণ্ডনীয়—নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ অনুমোদিত ◈ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৫৯ রাত
আপডেট : ২২ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন, আড়াই লাখ টাকা জরিমানা

জহিরুল ইসলাম শিবলু , লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতায় ইউনিয়নে 'মেসার্স এমবিসি ব্রিকস ম্যানু' নামীয় একটি অবৈধ বাংলা ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় ভাটা মালিক মো. মানিককে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভাটায় চুল্লির আগুন পানি দিয়ে নিভিয়ে দিয়েছে ফায়ারসার্ভিসের সদস্যরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ সদস্যদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. শিব্বির আহমেদ।

সদর উপজেলা প্রশাসন জানায়, ইটভাটার পরিবেশ ছাড়পত্র, লাইসেন্স না থাকা এবং জ্বালানি কাঠ ব্যবহার করায় মেসার্স এমবিসি ব্রিকস এর মালিক মো. মানিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে আড়াই লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও ভাটার চিমনি ভেঙ্গে ফায়ারসার্ভিস সদস্যদের মাধ্যমে চুল্লিতে পানি দিয়ে ব্যবহারের অনুপযোগী করে দেওয়া হয়েছে। ভাটা বন্ধ রাখার জন্য মুচলেকা গ্রহণ করা হয়। জনস্বার্থে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানায় উপজেলা প্রশাসন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়