শিরোনাম
◈ সংকট কাটিয়ে যেভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে এলেন তারেক রহমান ◈ লোভে রাজনৈতিক দলের অস্তিত্ব সংকটে: হাসনাত আবদুল্লাহ’র সমাবেশে হুঁশিয়ারি (ভিডিও) ◈ দেশকে আরও স্বনির্ভর করা সম্ভব: প্রধান উপদেষ্টা ◈ ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা, নাগরিক নজরদারি দণ্ডনীয়—নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ অনুমোদিত ◈ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ ◈ সরকারের অবস্থান স্পষ্ট, আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রেস সচিব (ভিডিও) ◈ চূড়ান্ত সিদ্ধান্ত রুমিন ফারহানার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিলেন মনোনয়ন ◈ হাইকোর্টের আদেশে ধাক্কা, আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না ◈ ভার‌তের বিহারে মুসলমান ফেরিওয়ালাকে যেভাবে 'গণপিটুনি' দিয়ে হত্যা করা হলো ◈ তারেক রহমানের প্রত্যাবর্তন: নিরাপত্তার বিষয়ে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব (ভিডিও)

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০৬ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলফাডাঙ্গা  সমাজসেবা কর্মকর্তা অফিস করেন বাসায়

আরিফুজ্জামান চাকলাদার  : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অফিস করেন বাসায় বসে এমন অভিযোগ উঠেছে।

গত রবিবার (২ ফেব্রুয়ারী ) বিকেল তিনটায় অফিসে গিয়ে সরজমিনে সমাজসেবা কর্মকর্তা  ঝুমুর সরকারকে পাওয়া যায়নি এমন তথ্যের সত্যতা মেলে। অফিস সূত্রে জানা যায়, তিনি গত ১৯ জানুয়ারি ২০২৫ তারিখে সমাজসেবা অফিসে নতুন কর্মস্থলে  যোগদান করেন। এরপর ২৭ জানুয়ারি ও ৩০ জানুয়ারি জেলা প্রশাসকের আগমন উপলক্ষে উপস্থিত থেকে অফিস করেন। ১১ কর্ম দিবসের মধ্যে তিন দিন অফিসের করেন তিনি।

আরো জানা যায়, তিনি ৪৩  ব্যাচের বিসিএসে নন ক্যাডারে  সমাজ সেবা কর্মকর্তা হিসেবে যোগদান করেন।হিন্দু সম্প্রদায় হওয়ায়  ফ্যাসিবাদী আওয়ামিলীগ পালিয়ে যাওয়া সরকারের লোকদের সাথে  বিশেষ সখ্যতা থাকায় এখন মন খারাপ করে চাকুরীত অমনোযোগী হয়েছে বলে অনেক কৌতুহলে বসত  মন্তব্য  করেন। ভুক্তভোগী মর্জনা বেগম বিধবা ভাতা কার্ড( MIS ০২২৯০০১৫২৭৯) ঠিক করতে কয়েকবার অফিসে এসে কর্মকর্তাকে না পেয়ে খালি হাতে চলে যায়।স্বামী হারা রহিমা খাতুন আরেক ভুক্তভোগী অসহায়ত্ব হয়ে দিনের পর দিন অফিসে এসে  বসে থেকে চোখের পানি ফেলে মুছতে মুছতে চলে যেতে হয়েছে।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো.আজিজুর রহমান বলেন, স্যার বলেছে তিনি অসুস্থ এজন্য হয় তো মাঝে মধ্যে অফিস করেন। ডিডি  স্যারকে আপনারা ফোন করার পর   আমাকে এই বিষয় নিয়ে ফোন করেছিল। আমি ডিডি স্যারের উত্তরে বলেছি স্যার অফিসে আসেন নাই।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকারকে মুঠোফোনে একাধিকবার কল করলে এবং হোটঅ্যাপস  নাম্বারে টেক্স দিলে ও কোন উত্তর পাওয়া যায়নি।
 
উপজেলা নির্বাহী অফিসার ও ভাতা কার্যক্রম বাস্তবায়ন কমিটির সভাপতি রাসেল ইকবাল মুক্ত খবর কে বলেন, আমি সাত দিন হল নতুন যোগদান করেছি, তাদের জেলা অফিসারের সাথে বলেন, বিষয়টি আমি খোঁজখবর নেব।  
 
জেলা সমাজসেবা  উপপরিচালক এ এস এম আলী আহসান বলেন, আমার কাছ থেকে এ পর্যন্ত কোন ছুটি নেয়নি। আপনাদের  মাধ্যমে জানতে পারলাম, আগামী তিন দিনের মধ্যে জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেব। পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হইবে।তবে অসুস্থ হলে ছুটি নিতে হয়। চাকরি  করতে হলে সরকারি বিধি নিষেধ মেনে চলতে হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়