শিরোনাম
◈ ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচা‌দো নি‌জের পাওয়া নোবেল পদক ট্রাম্পকে উপহার দিলেন ◈ কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠলো বার্সেলোনা ◈ ইরানের ক্ষমতা পেলে ইসরায়েলকে স্বীকৃতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের ঘোষণা রেজা পাহলভির ◈ আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা: বিশ্বকাপে নামতে পারবে ব্রা‌জিল, কল‌ম্বিয়া ও  মিশর ◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা, বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল ◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ ◈ কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি ◈ কুমিল্লা-৬ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার,দিলেন নির্বাচন পরিচালনার দায়িত্ব

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৫, ০৬:৪৯ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুর নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে নিখোঁজের চারদিন পর মোরশেদ আলম (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলা সোনাপুর পানিয়ালা চিতৌশী খালের শামার পোল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত মোরশেদ রামগঞ্জ পৌরসভার কলচমা এলাকার মান্দারি বাড়ির মৃত জবুলাক মিয়ার বড় ছেলে।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে মোরশেদ বাড়ি থেকে বের হন। কিন্তু বাড়িতে আর ফেরেননি। এতে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ছবি দিয়ে প্রচারণাস্থা স্থানীয়ভাবে খুঁজেও পাননি। পরে পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরী করা হয়েছে। সোমবার সকালে শামার পোল এলাকায় মোরশেদের ব্যবহৃত মোবাইলফোনটি পড়ে থাকতে দেখে স্বজনরা। একপর্যায়ে পাশে পানিতে তল্লাশি চালিয়ে ঝোঁপের আড়াতের তার মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছোটভাই জহির মিয়া জানান, স্বাভাবিকভাবেই তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাইনি। এখন তার মরদেহ পেয়েছি। তার সঙ্গে কারো কোন সমস্যা ছিল না।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, বৃদ্ধ নিখোঁজ ছিল। এখন তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়