শিরোনাম
◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও) ◈ লেভেল প্লেয়িং ফিল্ড ভেঙে পড়ার শঙ্কা, প্রশাসনের ভূমিকা নিয়ে জামায়াতের অভিযোগ ◈ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুস্তাফিজুর রহমানকে শোকজ ◈ নির্বাচনে এনসিপি অংশ নেবে কিনা পুনর্বিবেচনার সময় এসেছে : আসিফ মাহমুদ (ভিডিও) ◈ যে যাই বলুক, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন: ড. ইউনূস ◈ আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি: সিইসি ◈ ইসি থেকে সুখবর পেলেন বিএনপির আবদুল আউয়াল মিন্টু

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৫, ১০:৪৯ রাত
আপডেট : ০৪ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামিনে বের হয়ে সাক্ষীসহ ৫ জনকে ‘কোপাল’ হত্যার আসামি

ঢাকার সাভারে এক হত্যা মামলার আসামি জামিনে এসে মামলার সাক্ষীসহ ৫ জনকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকায় এবং বাকি ৪ জনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার বিকালে সাভারের হেমায়েতপুরের জাদুরচড় এলাকায় এই ঘটনা ঘটে। 

আহতদের স্বজনদের দাবি, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় শাহাবুদ্দিন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি ফয়সাল দীর্ঘ দিন জেলে থাকার পর সম্প্রতি জামিনে বের হন। এরপরই বেপরোয়া হয়ে উঠেন। রোববার বিকালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্রসহ ফয়সাল ও ৮ থেকে ১০ জন ব্যক্তি হত্যা মামলার সাক্ষী সানি, দেলোয়ার, শাহিন ও সেলিনাসহ মোট ৫ জনকে কুপিয়ে পালিয়ে যায়।

পরে আহতদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে সানির অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বাকি ৪ জনকে এনাম হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, এই ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

হত্যা মামলার আসামি জামিনে এসে সাক্ষীদের কোপানোর বিষয়টি তাদের জানা নেই জানিয়ে ওসি বলেন, জমি সংক্রান্ত বিরোধ থেকে এই ঘটনা ঘটেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়