শিরোনাম
◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৫, ০৬:৪০ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চান্দিনায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ

কাজী রাশেদ,চান্দিনা (কুমিল্লা) : কুমিল্লা চান্দিনায় বাংলাদেশ জাতীয়তাবাদী চান্দিনা উপজেলা ও পৌর কৃষক দলের আয়োজনে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।শুক্রবার ( ১০ জানুয়ারি) বিকালে বাড়েরা
উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

মোঃ আব্দুল মতিন মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা উত্তর জেলা যুগ্ম আহ্বায়ক ও চান্দিনা উপজেলা আহ্বায়ক মোঃ আতিকুল আলম শাওন।এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা সবাই দোয়া করবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেন তাড়াতাড়ি সুস্থ্য হয়ে তারেক জিয়াকে নিয়ে দেশে পদার্পণ করতে পারেন।

তিনি আরো বলেন ওয়ান ইলেভেন সরকার যথন গঠন হয়েছে তখন দেশ নেত্রী আটক ছিল এবং ওই সরকার বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার নামে বিদেশে পাঠাতে চেয়ে ছিল। কিন্তু আমাদের নেত্রী দেশ ছেড়ে চলে যায়নি। আর ৫ আগষ্টে সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রী পরিষদ সহ দেশ থেকে পালিয়েছে।এই হলো বিএনপি আর আওয়ামীলীগের মধ্যে পার্থক্য। এছাড়া তিনি বিএনপি ও অঙ্গ সংগঠনের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মোঃ মফিজুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য দেন চান্দিনা পৌর বিএনপির আহ্বায়ক এবিএম সিরাজুল ইসলাম,চান্দিনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মোঃ মফিজ উদ্দিন ভূইয়া,পৌর বিএনপি সদস্য সচিব সাবেক মেয়র শাহ মোঃ আলমগীর খাঁন,উপজেলা বিএনপি ও কুমিল্লা উত্তর জেলা বিএনপি সদস্য সচিব কাজী আরশাদ,কুমিল্লা উত্তর জেলা ওলামা দল আহ্বায়ক মাওলানা সুলতান মাহমুদ,চান্দিনা উপজেলা যুবদল আহ্বায়ক মাওলানা মোঃ আবুল খায়ের , চান্দিনা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ডাঃ মোঃ সাইফুল্লাহ বাপ্পি সহ অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়