শিরোনাম
◈ এক বছরে প্রত্যাশিত অগ্রগতি হয়নি: নাহিদ ইসলাম ◈ কুমিল্লার হোমনায় মাজারে অগ্নিসংযোগ: অজ্ঞাত ২২শ জনের বিরুদ্ধে মামলা, এলাকায় থমথমে পরিস্থিতি ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’! ◈ ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার!

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ১২:৪২ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিস্তির টাকা আদায় করতে গিয়ে এনজিও কর্মীদের মারপিট-শ্লীলতাহানী : গ্রেফতার-২

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর বেলতলা এলাকায় টিএমএসএস’র কিস্তির টাকা আদায় করার সময় ৩ কর্মীকে আটক রেখে মারপিট ও নারী কর্মীর শ্লীলতাহানীর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার বিবরণে জানা যায়, ওই গ্রামের মো: ফজিল উদ্দীনের ছেলে মো: সবুজ (৩৩) টিএমএসএস নামক এনজিও থেকে গত বছরের ১৮ জুলাই সার্ভিস চার্জসহ মোট ১১ লাখ ৩৫ হাজার টাকা ঋন গ্রহন করে। পরে নিয়মানুযায়ী একটি কিস্তি পরিশোধ করার পর দীর্ঘদিন আর কোন কিস্তি জমা করেননি। এ অবস্থায় গত বছরের ২৮ নভেম্বর ওই এনজিও’র মাঠকর্মী শাহিনের সাথে ঋন গ্রহীতা সবুজের দেখা হলে কিস্তির টাকা নেওয়ার জন্য পরদিন তার ব্যবসা প্রতিষ্ঠানে যেতে বলে। তার কথামতো পরদিন বিকেলে মাঠকর্মী শাহিন সবুজের ব্যবসা প্রতিষ্ঠানে গেলে তাকে পিটিয়ে পেছনের একটি গুদামে আটকে রাখে। 

সেই অবস্থায় শাহিন কৌশলে তার পার্শ্ববর্তী শাখার রবীন্দ্রনাথ ও কুলসুমকে আটকের বিষয়টি জানালে তারাও ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় সবুজ তাদেরও আটক করে মারপিট করে এবং কুলসুমের শ্লীলতাহানী করে। এসময় নগদ অর্থ ও স্বার্ণালংকার ছিনিয়ে নেয়। পরে টিএমএসএস’র ঠাকুরগাঁও জোন অফিসের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো: আলী আজম ব্যাপারী (৫৩) বাদী হয়ে গত বছরের চার ডিসেম্বর ৪ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ অভিযান চালিয়ে মামলার ২ নং আসামী মো: সবুজ ও তার ভাই মো: জুয়েল রানা (৩৮) কে গ্রেফতার করে। মামলায় অপর আসামীরা হলেন সবুজের ভাই মো: সোহেল রানা (৩৫) ও তার পিতা মো: ফজিল উদ্দীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়