শিরোনাম
◈ কেমিক্যালমুক্ত আম চেনার উপায়! ◈ যুক্তরাষ্ট্রের আইনজীবী কেনেডির কাছে ‘আয়না ঘর’ এ বন্দি জীবনের কথা জানালেন মীর আহমাদ বিন কাশেম ◈ জাল দলিলে জীবিত মাকে ‘মৃত’ দেখিয়ে জমি দখলের চেষ্টা, কারাগারে কৃষকলীগ নেতা ◈ চট্টগ্রাম রেঞ্জ ও সিএমপি-তে চালু হচ্ছে অনলাইন জিডি ◈ শেখ হাসিনার বিষয়ে নাক গলাতে চান না রাহুল গান্ধী! (ভিডিও) ◈ ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনের সামনে বিক্ষোভ ◈ শ্রমবাজার নিয়ে আলোচনা করতে মালয়েশিয়ায় আসিফ নজরুল (ভিডিও) ◈ চট্টগ্রাম বন্দর ‘অর্থনীতির হৃদপিণ্ড’, নেপালের ভুটানের নেই, আমাদের হৃদপিণ্ড দিয়ে তাদেরও চলতে হবে: প্রধান উপদেষ্টা ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র ◈ সৌদি যুবরাজকে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা: ‘তুমি রাতে ঘুমাও কীভাবে?’

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৪, ০৬:০৯ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘জয় বাংলা’ স্লোগান লিখা দেয়ালে-দেয়ালে, চাঞ্চল্যকর দৃশ্যের দেখা মিলল সিসিটিভি ফুটেজে

মোংলায় গভীর রাতে বিভিন্ন এলাকার দেয়ালে দেয়ালে লেখা হয়েছে ‘জয় বাংলা’ স্লোগান। সোমবার (৩১ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে মুখোশ পরে কে বা কারা এই স্লোগান লিখেছেন। পৌরসভার সিসিটিভি ফুটেজে দেখা গেছে মুখোশ পরা এক যুবক স্প্রে পেইন্ট বোতল দিয়ে এ স্লোগান লিখে দ্রুত সরে পড়ছেন। 

এভাবে কলেজ রোড, বটতলা মন্দির রোড ও মোস্তাফিজ রোডসহ বিভিন্ন এলাকার দেয়ালে গভীর রাতে লেখা হয় ‘জয় বাংলা’ স্লোগান। হাতের লেখা দেখে স্থানীয় দর্শনার্থীরা বলছেন এটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগই করেছে। 

এদিকে জয় বাংলা স্লোগানে দেয়াল লিখনের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ছাত্রদল ও যুবদল। মিছিল শেষে পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, রাতের অন্ধকারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগই জয় বাংলা লিখেছে। এদেরকে প্রশাসন খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে সেই দাবি জানাচ্ছি। 

পাশাপাশি জয় বাংলা যারা কায়েম করার চেষ্টা করছে তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আর কখনোই বাংলার মাটিতে দাঁড়াতে পারবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৫ বছর বাংলাদেশকে গুজবে পরিণত করেছে। উন্নয়নের নামে তারা হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। গত ৫ আগস্টে স্বৈরাচার সরকার পতনের পর ছাত্রলীগের কাঁধে ভর করে নতুন নতুন ষড়যন্ত্র তৈরির চেষ্টা করছে। বাংলার মাটিতে তা কখনো বাস্তবায়ন করতে দেয়া হবে না।

এ সময় বক্তব্য রাখেন যুবদল নেতা সুমন মল্লিক, রতন মাহমুদ, নয়ন আকন, স্বেচ্ছাসেবক দল নেতা মো. মোহন উদ্দিন, নুর উদ্দিন টুটুল, রাহাত হোসেন মুন্না ও মীর সাগরসহ অন্যান্যরা। অপরদিকে মঙ্গলবার দুপুরে ‘জয় বাংলা’ লেখা স্প্রে পেইন্ট মুছে দেয়া হয়। উৎস: চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়