শিরোনাম
◈ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি, নারীসহ আহত ৭ ◈ শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড অ্যালার্ট জারি’ (ভিডিও) ◈ সৌদি আরব কর্মী ভিসায় যেতে লাগবে না মেনিনজাইটিসের টিকা ◈ সাইবার সিকিউরিটি আইনের সব মামলা প্রত্যাহার করা হবে: আসিফ নজরুল ◈ আবারও সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা, বিজিবির বাধা ◈ চার অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২০ কর্মকর্তাকে বদলি ◈ তিন ম্যাচের একটিতে হারলেই স্বপ্ন ভাঙতে পারে শাকিবের ঢাকার, অন্য দলের সামনে কী সমীকরণ জেনে নিন ◈ শিল্পী সমিতি থেকে আজীবন বহিষ্কৃত হলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার ◈ হাসিনার পতনের পর বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক উষ্ণ, ৩ বিলিয়ন ডলার বাণিজ্যের আশা ◈ ধরা পড়েননি পালানো ওসি, ‘সম্ভবত’ ইন্ডিয়া চলে গেছেন: ডিএমপি কমিশনার

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৪, ০৮:৪১ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাল আমদানিতে একক কোনো দেশের ওপর নির্ভর করব না : খাদ্য উপদেষ্টা

গোলাম সারোয়ার, আশুগঞ্জ প্রতিনিধি : চাল আমদানিতে একক কোনো দেশের ওপর নির্ভর করব না বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। রোববার (৮ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনার তীরে স্টিল রাইস সাইলো নির্মাণকাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‌‘আমরা বাণিজ্যকে রাজনীতির সাথে মিলিয়ে ফেলব না। ভারত থেকে চাল কিনলে তুলনামূলকভাবে খরচ কম পড়বে। এ জন্য দেড় লাখ টন চাল আমদানির অনুমোদন দেয়া আছে। আমরা আশা করি, সে চাল দ্রুত আসবে। যখন দেশে চালের ফলন ভালো হয়, সেক্ষেত্রে আমদানি পরিমাণ কম হয়। তবে ঘাটতি পূরণের জন্য মাঝে-মধ্যে আমদানি করতে হয় বলে জানালেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

তিনি বলেন, "এবারে বন্যায় পূর্বাঞ্চলে কৃষি জমির ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ থেকে বলা হয়েছে খাদ্য উৎপাদনে কিছু ঘাটতি হতে পারে। এজন্য আমরা খাদ্য আমদানির সিদ্ধান্ত নিয়েছি। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আশুগঞ্জের মেঘনা নদীর পাড়ে ৫৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে স্টিল রাইস সাইলো। আধুনিক এ সাইলোতে পুষ্টিগুণ অটুট রেখে অন্তত দুই বছর চাল সংরক্ষণ করা যাবে। ফলে এটিকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদি খাদ্যশস্য সংরক্ষণাগার বলছেন সংশ্লিষ্টরা। খাদ্য উপদেষ্টা বলেন, আমরা প্রাথমিকভাবে আন্তর্জাতিক বাজার থেকে খাদ্যশস্য কেনার পরিকল্পনা নিয়েছি। ভারত ছাড়াও মিয়ানমার ভিয়েতনাম, থাইল্যান্ড ও পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করা হবে।

বর্তমান প্রেক্ষাপটে ভারত থেকে চাল আমদানির বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমরা বাণিজ্যকে রাজনীতির সাথে মিলাই না। ভারত থেকে চাল কিনলে তুলনামূলকভাবে খরচ কম পড়বে। এজন্য দেড় লাখ টন চাল আমদানির অনুমোদন দেওয়া আছে। আমরা আশা করি সে চাল দ্রুত আসবে।

এ সময় উপদেষ্টার সঙ্গে আরো উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রনালয়ের মহা পরিচালক আব্দুল খালেক, উপ প্রকল্প পরিচালক রাকিবুল হাসান, প্রকল্পের কনসালটেন্ট মুসলেহ উদ্দিনসহ, জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান, আশুগঞ্জ উপজলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চদ্র বসাক, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিল্লাল হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়