শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৪, ০২:৩৯ রাত
আপডেট : ১২ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক যুবকের সঙ্গে ২ ভাবির পরকীয়া, দেখে ফেলায় দেবর মুস্তাকিনকে খুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বসতঘরে ঢুকে কিশোর মুস্তাকিন মিয়াকে গলা কেটে হত্যার রহস্য উদঘাটিত হয়েছে। দুই ভাবীর পরকীয়ার বলি হয়েছেন দেবর মুস্তাকিন। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের প্রধান আসামি রায়হান উদ্দিনের দেয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে বেরিয়ে আসে হত্যার লোমহর্ষক কাহিনী। শুক্রবার সন্ধ্যায় আদালতে জবানবন্দি দিয়েছেন ঘাতক পরকীয়া প্রেমিক রায়হান।

তার দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার ভোররাতে নিহত মুস্তাকিনের বড় ভাই ফজলু মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (২৯) ও সজলু মিয়ার স্ত্রী তাসলিমা আক্তারকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার বিকালে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহেদুল আলম ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। স্বীকারোক্তির বরাত দিয়ে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) তরিকুল ইসলাম জানান, রোজিনা ও তাসলিমার সঙ্গে রায়হানের পরকীয়া সম্পর্ক রয়েছে। ২৪ নভেম্বর রাতে রায়হান প্রথমে তাসলিমা ও পরে রোজিনার ঘরে গিয়ে সময় কাটান। দেবর মুস্তাকিন তা দেখে ফেলায় তিনজন মিলে তাকে হত্যার পরিকল্পনা করেন। 

ওই রাতেই বসতঘরে ঢুকে দুই ভাবী মুস্তাকিনকে বিছানায় চেপে ধরে রাখেন এবং রায়হান ছুরি দিয়ে তার গলা কেটে মৃত্যু নিশ্চিত করেন। পরে রায়হান পালিয়ে যাওয়ার পর পরিকল্পনামতো দুই ভাবী চিৎকার করে মানুষ জড়ো করেন। জবানবন্দি দেয়া আসামি রায়হান নবীগঞ্জের পুরানগাঁও গ্রামের আব্দুল খালিকের ছেলে ও মুস্তাকিন হত্যা মামলার প্রধান আসামি।  পুলিশ জানায়, ২৪শে নভেম্বর দিনগত রাতে আদিত্যপুর গ্রামের জাফর মিয়ার ছেলে নির্মাণ শ্রমিক মুস্তাকিন মিয়াকে (১৭) গলা কেটে হত্যা করা হয়। 

নিহত মুস্তাকিনের দুই ভাবী রোজিনা ও তাসলিমার সহযোগিতায় তাদের পরকীয়া প্রেমিক রায়হান উদ্দিন মুস্তাকিনকে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় ২৫ নভেম্বর তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় দুই আসামির নামে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন নিহতের মা ফুলবানু। পরে বৃহস্পতিবার (৫ই ডিসেম্বর) র‌্যাব হবিগঞ্জ ও সিলেট ক্যাম্পের সদস্যরা সিলেটের গোপালগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে রায়হানকে গ্রেপ্তার করে। উৎস: মানবজমিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়