শিরোনাম
◈ ঢাকায় জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস ◈ বিদ্রোহী প্রার্থী সামাল দিতে পারবে বিএনপি? ◈ কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আজ, এক আসনে লড়ছেন ২৪ জন ◈ শেষ ষোলয় সেনেগালকে হারা‌তে চায় সুদান ◈ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট মুস্তাফিজের ◈ গাজায় ত্রাণ সংস্থা নিষিদ্ধ করায় নেতানিয়াহুকে 'ফেরাউন' বললেন এরদোগান ◈ অ‌স্ট্রেলিয়ান ক্রিকেটার খাজা বললেন, আমি গর্বিত মুসলিম  ◈ চলতি মাসে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ নলডাঙ্গায় জয় বাংলা স্লোগান দিয়ে সড়কে অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার ◈ ভারত-বাংলাদেশ যাতায়াতে পেট্রাপোল বন্দরে ‘প্যাসেঞ্জার ইউজার চার্জ’ বসালো ভারত

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৪, ১২:১৩ রাত
আপডেট : ০৮ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মাওলানা মামুনুল হক (ভিডিও)

৫ আগস্টের বিপ্লবের পর আমাদের শক্তি অনেক বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা নিলার মাঠে ওলামা পরিষদ আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি। 

আওয়ামী লীগের নেতা-কর্মীদেরকে উদ্দেশ্যে মামুনুল হক বলেন, ‘গোপালগঞ্জের মাটি রাজনৈতিকভাবে কোন পরিবেশে আমাদের তা জানা আছে। আওয়ামী লীগের যারা আছেন তারা আমাদেরকে প্রতিপক্ষ ভাববেন না। শুধু আপনাদের একটি উপদেশ দিয়ে যাই, কল্যাণকামী করে যাই, একটা অনুরোধ করে যাই, সেটা হলো আপনাদের অনেক ভুল আছে। ভুলত্রুটি সবার থাকে। আমাদেরও ভুল আছে। আপনাদের সবচেয়ে বড় ভুল সেই ভুলটি বিগত পঞ্চাশ বছর ধরে আপনারা করে আসছেন। আপনারা যে হোঁচট খেয়েছেন তাতে আগামীতে আপনাদের ভুল আশা করি ভেঙে যাবে। সেই ভুল আপনারা সংশোধন করার চেষ্টা করবেন।’ 

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের দেখা-দেখি এই চরিত্র বিএনপির মধ্যেও সংক্রামিত হয়েছে। রাজনীতি করতে চাইবেন বাংলাদেশে। আমরা বাংলাদেশে ভাড়াটিয়া হিসেবে থাকি না। হুজুরদেরকে ভাড়াটিয়া মনে করবেন না। আলেমদের দিকে কেউ করুণার দৃষ্টি দিয়ে তাকাবেন না। ভাইয়ের দৃষ্টি দিয়ে তাকাবেন, হাতে হাত মিলাবেন। কিন্তু প্রভুত্ব ফলাতে আসলে চোখ উপড়ে ফেলাবো আমরা।’

রাজনীতি সম্পর্কে তিনি বলেন, আমরা কারো কাছ থেকে দায়িত্ব নেই না। আমরা আল্লাহর কাছ থেকে দায়িত্বপ্রাপ্ত। আমরা কেউ রাজনীতি করি, আবার কেউ করি না। 

এসময় সমাবেশে বক্তব্য রাখেন-  মক্কা শরীফের সলোতিয়া মাদরাসার সাবেক মুহাদ্দিস শায়েখ আব্দুর রউফ বিন আব্দুল হাফিজ মাক্কী, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের -এর শায়েখ মাওলানা ড. আহমাদ আলী সিরাজ মাদানী প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন- গোপালগঞ্জ ওলামা পরিষদের সভাপতি মাও. মুফতি মাহমুদুল হাসান। উৎস: চ্যানেল২৪ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়