শিরোনাম
◈ সাগর খালি, ঘাট নীরব: কক্সবাজারে সামুদ্রিক মাছের সংকট ◈ প‌রিচালক নাজমুল বি‌সি‌বি থে‌কে পদত‌্যাগ না করা পর্যন্ত  মাঠে নামবেন না ক্রিকেটাররা: সংবাদ স‌ম্মেল‌নে কোয়াব সভাপ‌তি ◈ সাফ ফুটসাল চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পে বাংলা‌দে‌শের কা‌ছে পাত্তাই পে‌লো না ভারত ◈ জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনায় তাড়াহুড়ো কেন, প্রশ্ন সিপিডির  ◈ অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি ◈ ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা, ৫০ আসন ফাঁকা রেখেই সমঝোতা ১০ দলের! ◈ বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও) ◈ দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের প্রবণতা, দায় কার? ◈ রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান ◈ শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তের নির্দেশ

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৪, ১২:১৩ রাত
আপডেট : ০৮ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মাওলানা মামুনুল হক (ভিডিও)

৫ আগস্টের বিপ্লবের পর আমাদের শক্তি অনেক বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা নিলার মাঠে ওলামা পরিষদ আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি। 

আওয়ামী লীগের নেতা-কর্মীদেরকে উদ্দেশ্যে মামুনুল হক বলেন, ‘গোপালগঞ্জের মাটি রাজনৈতিকভাবে কোন পরিবেশে আমাদের তা জানা আছে। আওয়ামী লীগের যারা আছেন তারা আমাদেরকে প্রতিপক্ষ ভাববেন না। শুধু আপনাদের একটি উপদেশ দিয়ে যাই, কল্যাণকামী করে যাই, একটা অনুরোধ করে যাই, সেটা হলো আপনাদের অনেক ভুল আছে। ভুলত্রুটি সবার থাকে। আমাদেরও ভুল আছে। আপনাদের সবচেয়ে বড় ভুল সেই ভুলটি বিগত পঞ্চাশ বছর ধরে আপনারা করে আসছেন। আপনারা যে হোঁচট খেয়েছেন তাতে আগামীতে আপনাদের ভুল আশা করি ভেঙে যাবে। সেই ভুল আপনারা সংশোধন করার চেষ্টা করবেন।’ 

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের দেখা-দেখি এই চরিত্র বিএনপির মধ্যেও সংক্রামিত হয়েছে। রাজনীতি করতে চাইবেন বাংলাদেশে। আমরা বাংলাদেশে ভাড়াটিয়া হিসেবে থাকি না। হুজুরদেরকে ভাড়াটিয়া মনে করবেন না। আলেমদের দিকে কেউ করুণার দৃষ্টি দিয়ে তাকাবেন না। ভাইয়ের দৃষ্টি দিয়ে তাকাবেন, হাতে হাত মিলাবেন। কিন্তু প্রভুত্ব ফলাতে আসলে চোখ উপড়ে ফেলাবো আমরা।’

রাজনীতি সম্পর্কে তিনি বলেন, আমরা কারো কাছ থেকে দায়িত্ব নেই না। আমরা আল্লাহর কাছ থেকে দায়িত্বপ্রাপ্ত। আমরা কেউ রাজনীতি করি, আবার কেউ করি না। 

এসময় সমাবেশে বক্তব্য রাখেন-  মক্কা শরীফের সলোতিয়া মাদরাসার সাবেক মুহাদ্দিস শায়েখ আব্দুর রউফ বিন আব্দুল হাফিজ মাক্কী, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের -এর শায়েখ মাওলানা ড. আহমাদ আলী সিরাজ মাদানী প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন- গোপালগঞ্জ ওলামা পরিষদের সভাপতি মাও. মুফতি মাহমুদুল হাসান। উৎস: চ্যানেল২৪ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়