শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪, ১১:১১ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় পুলিশের কনষ্টেবল পদে নিয়োগ পেলেন ৫২ চাকুরীপ্রার্থী 

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি : ভোলায় পুলিশের কনষ্টেবল পদে ৫২ জন চাকুরীপ্রার্থী নিয়োগ পেয়েছে। জেলা পুলিশ লাইন্সে এক অনারম্ভর অনুষ্ঠানের মাধ্যমে সদ্য নিয়োগ পাওয়া প্রার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়েছে। শনিবার জেলা পুলিশ সুপার মোঃ শরীফুল হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

‘সেবার ব্রতে চাকরি’ এই স্লোগানে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগপ্রাপ্ত নবীন সদস্যদের ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান পুলিশ সুপার। গত ২২ নভেম্বর ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠতি হয়।

এ সময় অভিভাবকরা আবেগপ্রবণ হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করে বলেন, বাংলাদেশ পুলিশ স্বচ্ছতা, যোগ্যতা এবং মেধার ভিত্তিতে নিয়োগ না দিতো তাহলে আজ তাদের সন্তানেরা বাংলাদেশ পুলিশের মত গর্বিত বাহিনীতে চাকরি করার সুযোগ পেত না। এ সময় তারা মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে তাদের সন্তানদের বাংলাদেশ পুলিশে নিয়োগ দেয়ায় বাংলাদেশ পুলিশের আইজিপি মহোদয় এবং ভোলা জেলার পুলিশ সুপার মহোদয় ও নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দকে ধন্যবাদ জানান।

এ সময় ভোলা জেলা হতে কন্সস্টেবল পদে সদ্য নির্বাচিত নবীন সদস্যগণ তাদের অনুভূতি জানাতে গিয়ে বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর মতো গর্বিত বাহিনীতে তারা সম্পূর্ণ যোগ্যতা, স্বচ্ছতা এবং মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন, যা তাদের পরিশ্রমের ফসল। এ নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে সফল ও ফলপ্রসু করার পেছনের কারিগর ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানান।

পুলিশ সুপার মোঃ শরীফুল হক চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহবান জানান এবং প্রশিক্ষণকালীন বিভিন্ন কার্যক্রম নিয়ে তাদের দিক নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি এসময় নিয়োগ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত পুলিশ হেডকোয়ার্টার্স ও ভোলা জেলার সকল পুলিশ সদস্যবৃন্দসহ মাননীয় আইজিপি ও বরিশাল রেঞ্জের সম্মানিত ডিআইজি মহোদয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা পকাশ করেন। এ সময় নিয়োগ বোর্ডের সদস্যসহ ভোলা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়