শিরোনাম
◈ টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে উদ্বেগ বিএনপির, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক আলোচনার দাবি ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ: আলোচনায় একাধিক বিকল্প ◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪, ০২:৪৬ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুগঞ্জে ২৮০ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ০২

গোলাম সারোয়ার, আশুগঞ্জ প্রতিনিধি : জেলার আশুগঞ্জে মাদক বিরোধী অভিযানে ২৮০ বোতল ফেন্সিডিল ও একটি টাটা এক্স-২ ট্রাক উদ্ধার করে দুজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ নভেম্বর(শুক্রবার) সকালে আশুগঞ্জ থানাধীন চরচারতলা গ্রামের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজার অনুমান ৩০ গজ পূর্বপাশে পাকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার  পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাবেদুর রহমান এর নির্দেশে আশুগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ  মোহা: বিল্লাল হোসেন জানান,  অভিযানকালে এসআই (নিরস্ত্র) গাজী রবিউল ইসলাম ফোর্স সহ উপরোক্ত ঘটনাস্থল হইতে আসামী শ্যামল বিশ্বাস(২৫) ও মোঃ মকবুল খান(২৩) দ্বয়ের হেফাজত হইতে ২৮০ বোতল ফেন্সিডিল ও একটি টাটা এক্স-২ ট্রাক উদ্ধারপূর্বক সাক্ষীদের সম্মুখে জব্দতালিকামূলে জব্দ করেন।

আসামীরা হলেন সিলেট জেলার জয়ন্তৈয়াপুর উপজেলার কাইতগ্রাম এলাকার চুরামনি বিশ্বাসের ছেলে শ্যামল বিশ্বাস (২৫) ও একই জেলা ও উপজেলার আসামপাড়া গ্রামের মো: ইসমাইল খানের ছেলে মোঃ মকবুল খান(২৩)। আশুগঞ্জ থানার ওসি আরও জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়