শিরোনাম
◈ বিএনপির ৩ সংগঠনের ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা রবিবার ◈ রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ◈ ‘আমার মা খুকুরানীকে ভুল বুঝিয়ে বক্তব্য নিয়েছে ভারতীয় মিডিয়া’ (ভিডিও) ◈ রাতের খাবার খেয়ে মাদ্রাসা শিক্ষকসহ ৫০ ছাত্র হাসপাতালে ভর্তি ◈ আমরা বাংলাদেশের সঙ্গে শান্তিপূর্ণ ও গঠনমূলক সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছি : ভারতের হাইকমিশনার ◈ কলকাতার ব্যবসায়ীদের বাংলাদেশিদের নিরাপত্তা দেওয়ার ঘোষণা ◈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেককে জবাবদিহিতা করতে হবে: তারেক রহমান ◈ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দিল আরএসএস ◈ জি এম কাদেরের বক্তব্যের কড়া জবাব দিলেন রিজভী (ভিডিও) ◈ প্রধান বিচারপতি বলেন, আমাদের নিশ্চিত করতে হবে যে, ন্যায়বিচার যাতে বিলম্বিত না হয়

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪, ০৪:০৩ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে বন্ধুকে বাঁচাতে গিয়ে ছুরির আঘাতে কলেজ ছাত্র আহত

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে বন্ধুকে বাঁচাতে গিয়ে ছুরির আঘাতে বিশাল হোসেন (১৮) নামের এক কলেজ ছাত্র গুরুতর আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় আদমদীঘি থানায় ফাইসাল, মারুফ সহ ৭ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত বিশাল হোসেন সান্তাহার সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র ও নওগাঁর বোয়ালিয়া ইউপির এনায়েতপুর গ্রামের এচাহক সরদারের ছেলে। এর আগে বুধবার দুপুরে সান্তাহার শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজের সামনে এ ঘটনা ঘটে। 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহার শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করেন সান্তাহার ইউপির পশ্চিম ছাতনী গ্রামের আজাহার আলীর ছেলে স্বাধীন। বুধবার সকাল ১০ টায় ওই কলেজে তিনি পরীক্ষা দেওয়ার জন্য আসে। পরীক্ষা শেষ করে বাড়িতে ফেরার সময় একই কলেজের ছাত্র ও সান্তাহার ইউপির ছাতনী
হেলালিয়াহাট এলাকার মিলনের ছেলে ফায়সালের সঙ্গে কোন একটি বিষয়ে তার কথা-কাটাকাটি হয়। তখন স্বাধীন তার বন্ধু বিশাল হোসেনকে ফোন করে এই কলেজে আসতে বলেন। এরপর শিক্ষকরা এবিষয়ে তাদেরকে মিমাংসাও করে দেন।

মিমাংসা শেষে ওই কলেজের সামনে স্বাধীন পৌঁছাতে ফায়সাল ও পোঁওতা এলাকার বদার ছেলে মারুফ সহ অজ্ঞাতনামা ২৫/৩০জন দলবদ্ধ হয়ে এলোপাথারী ভাবে স্বাধীনকে মারপিট করে। এসময় স্বাধীনকে বাঁচাতে তার বন্ধু বিশাল এগিয়ে আসলে তাকেও মারপিট করে। একপর্যায়ে বিশালকে ছুরি দিয়ে কোমড়ের বাম পার্শ্বে আঘাত করলে প্রচুর রক্ত ক্ষরণে তিনি গুরুতর আহত হন। 

পরে তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক। এ ঘটনায় আদমদীঘি থানায় স্বাধীন বাদী হয়ে ফাইসাল, মারুফ সহ অজ্ঞাতনামা ২৩ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।  আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়