শিরোনাম
◈ পাকিস্তানিদের গুরুত্বপূর্ণ ইস্যুতে ছাড় দিলো বাংলাদেশ, তীব্র প্রতিক্রিয়া ভারতের ◈ টিএসসিতে উচ্চশব্দ, প্রতিবাদে ভিসি বাংলোর সামনে গান বাজাচ্ছেন ২ হলের ছাত্রীরা ◈ গোপালগঞ্জে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মাওলানা মামুনুল হক (ভিডিও) ◈ সৌদি আরব সরকারের নতুন আইন, সুফল পাবে প্রসাসীরা ◈ ফের রাখাইনে বিস্ফোরণ, কাঁপছে টেকনাফ ◈ শনিবার স্কুল খোলা নিয়ে প্রচার, যা বলছে শিক্ষা মন্ত্রণালয় ◈ ভারতের হোটেলে থেকে বাংলাদেশি আম্পায়ার নাজিব রাসেলের লাশ উদ্ধার ◈ বিএনপির ৩ সংগঠনের ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা রবিবার ◈ রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ◈ ‘আমার মা খুকুরানীকে ভুল বুঝিয়ে বক্তব্য নিয়েছে ভারতীয় মিডিয়া’ (ভিডিও)

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪, ০৩:২৩ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে টেন্ডার হওয়ার ৩ বছরেও সংস্কার হয়নি সড়ক

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা পৌরসভার ৩ নং ওয়ার্ডে কুমার নদের পাড়ে প্রায় সাড়ে ৩'শ মিটার সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজার মানুষ। উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কের এমন বেহাল দশা যেন প্রত্যন্ত অঞ্চলেও মেলা দায়। দীর্ঘদিন ধরে সড়ক খাল খন্দে ভরে গেলেও বর্তমানে তা পায়ে হেঁটে চলারও অনুপযোগী হয়ে পড়েছে। বিপাকে পড়েছে পথচারীরা। কোন জরুরী অবস্থায় ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্স প্রবেশের সুযোগ নেই এ সড়ক দিয়ে। 

প্রায় তিন বছর আগে এখানে প্রায় সাড়ে ৬'শ মিটার টেন্ডার হয়েছিল। জুঁঙ্গুরদী খাদ্য গুদাম হতে কুমার নদের পাশ দিয়ে জুঁঙ্গুরদী খালপাড় পর্যন্ত আরসিসি রাস্তার টেন্ডার হয়। ৩ মার্চ ২০২১ খ্রি. থেকে ২৩ জুন ২০২২ খ্রিষ্টাব্দের মধ্যে কাজ শেষ করার নির্দেশ ছিল। 

পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাবলু মাতুব্বর বলেন, আমি কাজটি করানোর জন্য অনেক চেষ্টা করেছি। কাজে অনিয়মের অভিযোগ তুলে স্থানীয়দের বাড়াবাড়ির কারণে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। 

এ বিষয়ে ঠিকাদার হাসিবুল হাসান আব্দুল্লাহ্ বলেন, প্রায় সাড়ে ৬'শ মিটার সড়কের মধ্যে আনুমানিক ৩'শ মিটার কাজ করেছি। পৌরসভা থেকে বিল না দেওয়ায় এবং স্থানীয়রা বার বার কাজ বন্ধ করে দেওয়ায় কাজটি সম্পন্ন করা সম্ভব হয়নি। এটা আমার নিজ এলাকা, আমারও একটা আবেগ ছিল, আমি লাভ-ক্ষতির হিসাব করিনি। কাজটি ভালোভাবেই করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। এতে আমি ও ক্ষতিগ্রস্ত হয়েছি এবং স্থানীয়দের দুর্ভোগ ও বেড়েছে। 

বাকি কাজ শেষ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার বকেয়া পরিশোধ করলে আমি পিডি'র (প্রজেক্ট ডিরেক্টর)  সাথে যোগাযোগ করে দেখব, যদি সম্ভব হয় তাহলে কাজটি করে দিব। যেহেতু দু'বছর আগে টেন্ডারের মেয়াদ শেষ হয়েছে কাজেই আমি চেষ্টা করব কাজটি করার, কিন্তু নিশ্চিত করে বলতে পারছি না। 

নগরকান্দা পৌরসভার সাবেক মেয়র নিমাই চন্দ্র সরকার বলেন, ঠিকাদার রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে কাজে অনিয়ম করেছিল তাই তাঁর কাজের বিল বন্ধ করা হয়েছিল। তবে যতটুকু কাজ করেছে তার সমপরিমাণ বিল পরিশোধ করা হয়েছে।

নগরকান্দা পৌরসভা উপ-সহকারী প্রকৌশলী এসএম লুৎফর রহমান রানা বলেন, এবিষয়ে ঠিকাদারকে একটি চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি যদি কাজটি করেন তাঁকে আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। না করলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মাসুম বিল্লাহ্  বলেন, 'এবিষয়ে খুব শীঘ্রই ঠিকাদারকে একটি চিঠি পাঠানো হবে। তিনি কেন কাজটি করেননি তা জানতে চাওয়া হবে? তিনি কাজটি না করলে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়