শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪, ০১:১৭ দুপুর
আপডেট : ১০ মার্চ, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে টিকা নেওয়ার পর অসুস্থ অর্ধশতাধিক শিক্ষার্থী

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ টিকা নেওয়ার পর এক মাদ্রাসার অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে জানান ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল ইসলাম। অসুস্থ ১৭ জন শিক্ষার্থীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকরা জানান, সকালে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ১০ থেকে ১৪ বছরের মেয়েদের জরায়ুমুখ ক্যান্সারের টিকা দেওয়া হয়। টিকা নেওয়ার কিছুক্ষণ পর প্রায় ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে গুরুতর অসুস্থ শিক্ষার্থীদের সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের শ্বাসকষ্টসহ নানা সমস্যা দেখা দিয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা: মোরশেদ আলম হিরু বলেন, টিকার প্রভাবে শিক্ষার্থীরা ভয় পেয়েছে, এতে তারা কিছুটা অসুস্থ হয়েছে। তবে তারা এখন সুস্থ আছে। একই কথা বললেন ইএমও ডা: কমলাশীষ রায়।

এদিকে এসব বিষয়ে কথা বলতে টিকা কার্যক্রম নিয়ে কাজ করা ডা: খাদিজা আহমেদ সাংবাদিকদের সাথে অশোভন আচরন করেন বলে অভিযোগ উঠেছে।  ২৪ অক্টোবর থেকে পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং স্কুলের বাইরে থাকা ১০ থেকে ১৪ বছরের১ লাখ ১২ হাজার কিশোরীকে বিনামূল্যে টিকা দেওয়া শুরু করেছে লক্ষ্মীপুরে। দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স (গ্যাভি), ইউনিসেফ এবং ডাব্লিউএইচও’র সহায়তায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়