শিরোনাম
◈ নিরাপত্তা সতর্কতায় পুলিশ, রাজধানীতে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি ◈ ‘বিএনপি ১০০ বছর চেষ্টা করেও গণভোট ঠেকাতে পারবে না’ (ভিডিও) ◈ পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক ◈ প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ২য় ধাপে বড় বিজ্ঞপ্তি ◈ পাটওয়ারীর ও হাসনাতের সাথে ডা. জাহিদ রায়হানের বাকবিতণ্ডা! (ভিডিও) ◈ হাসিনার মামলার রায়: ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি ◈ ডাকসুতে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত ◈ রংপুরে ভুয়া নারী সৈনিক সেজে অনলাইনে প্রেমের ফাঁদ, এরপর যা ঘটল! ◈ পুলিশ সুপারের বাসভবনে আগুন ◈ ভারতীয় রাষ্ট্রদূত তলব : হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার নিয়ে গভীর উদ্বেগ 

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৪, ০১:২৮ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দৌলতখানে নির্মাণের চার বছরেও চালু হয়নি আধুনিক কিচেন মার্কেট

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখান পৌরশহরের চক বাজারে নির্মাণের চার বছরেও চালু হয়নি আধুনিক মাল্টিপারপাস (কিচেন) মার্কেট। এ মার্কেটের দোকান বরাদ্দ নিয়ে জটিলতার কারণে এটি চালু করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পৌরসভা সূত্রে জানা গেছে, নির্ধারিত দোকান না থাকায় এখানকার কাঁচা বাজার ও মাছ ব্যবসায়ীরা খোলা আকাশের নিচে বেচা বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

এতে বিপাকে পড়েছেন ক্রেতা  বিক্রেতারা। ২০১৯ সালের ১৯ মে দৌলতখান বাজার কিচেন মার্কেট নির্মাণের জন্য পৌরসভার পক্ষ থেকে কার্যাদেশ দেওয়া হয়। ২০২০ সালের ২০ নভেম্বর  মার্কেটটির নির্মাণ কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। দোতালা এ মার্কেট নির্মাণ করতে ব্যয় হয় ৩ কোটি ৪৫ লাখ ৬০ হাজার টাকা। আড়াই হাজার বর্গফুট জায়গার ওপর নির্মিত এই মার্কেটের নিচতলায় রয়েছে মাছ, তরকারি ও অন্যান্য দোকান। দোতলায় রয়েছে মুরগি ও রকমারি দোকানের ব্যবস্থা।

দৌলতখান বাজারের মাছ ব্যবসায়ী-শুক্কুর আলী জানান, দোকানের অভাবে তারা খোলা আকাশের নিচে মাছ বিক্রি করছেন। সবজি ব্যবসায়ী ছিদ্দিক বলেন, রোদ বৃষ্টি উপেক্ষা করে তারা খোলা আকাশের নিচে সবজি বিক্রি করছেন।  জায়গার অভাবে তারা বেশি মালামাল রাখতে পারছেন না। মুরগি ব্যবসায়ী  আব্দুল মান্নান বলেন, দীর্ঘদিন হলেও ব্যবসায়ীদের মাঝে দোকান বরাদ্দ  দিচ্ছেন না পৌর কর্তৃপক্ষ।

একারণে ব্যবসায়ী রাস্তার পাশে হাঁস- মরগি বিক্রি করছে । দৌলতখান মধ্য বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাগর বলেন, দীর্ঘদিন ধরে মাছ ও সবজির বাজার স্থানান্তর করা হচ্ছে না। দোকান বরাদ্দ না পেয়ে ব্যবসায়ীরা খোলা আকাশের নিচে বেচা বিক্রি করছে। এতে কেতা বিক্রেতা উভয়েরই কষ্ট হচ্ছে। দৌলতখান পৌরসভার প্রশাসক ও  দৌলতখান  উপজেলা নির্বাহী কর্মকর্তা  নিয়তি রাণী  কৈরী বলেন, কিচেন মার্কেট কেন চালু হয়নি এ বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়