শিরোনাম
◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৪, ০১:১৩ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ক্লাস চলাকালে গণ হিস্টোরিয়ায় আক্রান্ত ১৫ শিক্ষার্থী

শাহাজাদা এমরান,কুমিল্লা : কুমিল্লার দেবিদ্বারে ক্লাস চলাকালে গণহিস্টোরিয়া রোগে আক্রান্ত হয়ে অন্ততঃ ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলার বড়শালঘর ইউ.এম.এ উচ্চ বিদ্যালয়ে ওই ঘটনা ঘটে। অসুস্থ সবাই ওই স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে আটজনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এতে অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে শ্রেণীকক্ষে ছাত্রীদের কান্নার রোল পরে যায়।গুরুতর অসুস্থরা হলেন, বড়শালঘর ইউ.এম.এ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মাহি ইসলাম, স্বপ্না আক্তার, মীম আক্তার, মহিমা আক্তার, ইসরাত জাহান, সিফাত আক্তার,  নুরে জান্নাত ও জান্নাত আক্তার। 

ইসরাত, মীম, নুসরাত জানায়, গত মাসে নবম শ্রেণীর তিন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়। পরে তাদের তিন জনের মধ্যে আজকে দুজন ক্লাসে উপস্থিত হয়। এক পর্যায়ে শ্রেণী কক্ষে ক্লাস চলাকালে এক শিক্ষার্থী বেহুশ হয়ে ঢলে পড়ে। তাকে ধরাধরি করে মাথায় পানি দেওয়ার সময় পর পর আরও কয়েকজন শিক্ষার্থী একই ভাবে অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থীরা আরও জানায়, তাদের শ্বাস বন্ধ হয়ে আসে, হাত পা অবস হয়ে আসে, শরীর ঝিমুনি আসে।

সবুজ মৈশান নামে একজন অভিভাবক বলেন,  আমার মেয়ে নবম শ্রেণীতে পড়ে। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে আসি।  আমি স্কুলের সভাপতিসহ কয়েকজনকে কল দিয়েছিলাম তারা কল রিসিভ করেনি। এই ক্লাসে আরও কয়েকবার এমন ঘটনা ঘটেছে। কিন্তু তাঁরা ক্লাস বন্ধ করেনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মজিবুর রহমান বলেন, কয়েকজন ছাত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসা করি। এরমধ্যে আরও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে যায়। পরে তাদের সকলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আপাতত ওই শ্রেনী কক্ষে পাঠদান বন্ধ করে দেয়া হয়েছে।

দেবিদ্বার উপজেলা স্বাস্থা ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আলী এহসান বলেন, মাস হিস্টিরিয়া সংক্রামক রোগের মত দ্রুত ছড়ায়।  তবে এটি মানসিক অবসাদ থেকে হয়। কেউ একজন অসুস্থ হয়ে পড়লে তার দেখাদেখি অন্যরাও অসুস্থ হয়ে পড়ে। এটাতে শারীরিক কোন সমস্যা আমরা খুঁজে পাইনি, ভয় পাওয়ার বা আতঙ্ক হওয়ারও কিছু নেই। যে সকল শিক্ষার্থীরা গুরুতর অসুস্থ হয়েছে তাদের অক্সিজেন দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নিগার সুলতানা বলেন, অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য বলা হয়েছে। আশা করছি তারা তারাতারি সুস্থ হয়ে যাবে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়