কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : দেশের আলোচিত ১৩২০ মেগাওয়ার্ট বাঁশখালী এস আলম কয়লা বিদ্যুৎ প্রকল্পে ডাবল মার্ডার মামলার আসামি হামিদুর রহমান প্রকাশ কালু (২২)কে গ্রেফতার এবং আদালতে জবানবন্দি প্রদান করেছে বলে থানা সুত্রে জানা গেছে ।
মঙ্গলবার গভীর রাতে থানা বাঁশখালী পুলিশের এস আই কামরুল হাসান কায়কোবাদ বিষয়টি নিশ্চিত করেন । জানা যায়, গত ২ সেপ্টেম্বর মালামাল চুরি করা কালে ছুরিকাঘাতে এস এস পাওয়ার প্লান্টের সহকারী সিকিউরিটি অফিসার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সরওয়ার আলম (৫১) এবং সিকিউরিটি রাশেদ জাওয়ারদার (২৫) নিহত হয় ।
এ ডাবল মার্ডার ঘটনায় ৩ সেপ্টেম্বর বাঁশখালী থানার মামলা নং- ৫, তং- ধারা- ৩০২/৩৪ পেনাল কোড এর মামলার ঘটনা তদন্ত সাপেক্ষে গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা ৫ নং ওয়ার্ড এলাকার খলিলুর রহমানের পুত্র মোঃ হামিদুর রহমান প্রকাশ কালু (২২) জড়িত আছে তা নিশ্চিত হওয়ার বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সুধাংশু শেখর হালদার সঙ্গীয় অফিসার ফোর্স সহ সিএমপি তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে চট্টগ্রাম হইতে সোম রাতে গ্রেফতার করে। পরে মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি মামলার ঘটনার সহিত জড়িত থাকার বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকার করে জবানবন্দি প্রদান করে।
আপনার মতামত লিখুন :