শিরোনাম
◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা ◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ০৭:১২ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবা-মায়ের সাথে কক্সবাজার যাওয়া হলো না কুমিল্লার  সাফিনের

শাহাজাদা এমরান, কুমল্লিা : কুমিল্লার দেবিদ্বারে নানার বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সুবিল ইউনিয়নের হাদিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। শিশুটির নাম আব্দুল্লাহ আল সাফিন। সে একই উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের জয়পুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। 

সাফিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার বাবা সাইফুল ইসলাম বলেন, স্ব-পরিবারে আজকে কক্সবাজার যাওয়ার কথা ছিল আমাদের। টিকেটও কেটে রেখেছিলাম। কিন্তু কি থেকে, কি হয়ে গেল।বলেই কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। সাফিন সাইফুলের দ্বিতীয় ছেলে। 

স্থানীয়রা জানায়, জয়পুর ও হাদিপুর পাশাপাশি গ্রাম। গতকাল সোমবার সফিন তার মায়ের সাথে নানার বাড়ি হাদিপুর বেড়াতে আসে। সকালে নানার বাড়ির উঠানে বসে, সফিন তার নানুর পাশে খেলছিল। নাতিকে উঠানে বসিয়ে নানু শামিমা আক্তার ঘরে যায় ফ্রীজ থেকে রান্নার সামগ্রী বের করতে। পরে এসে দেখে উঠানে সাফিন নেই। অনেক ডাকাডাকি ও খোঁজাখুঁজি করে আর পাওয়া যায়নি সাফিনকে। পরে বাড়ির পাশের একটি পুকুরে সাফিনের লাশ ভেসে উঠে। স্বজনরা উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। সাফিনের মা সুমাইয়া বলেন, আমার স্বামী প্রবাসে থাকে। আমার সাফিন জন্মের তিনদিনের মাথায় তিনি বিদেশ চলে যায়। গত সপ্তাহে তিনি দেশে এসেছেন। আমার সাফিনের বাবার সাথে ভালো করে মিশতেও পারল না তার আগে আল্লায় লইয়া গেলে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, পানিতে ডুবে শিশু সাফিনের মৃত্যুর বিষয়টি আমাদের জানা নাই। পরিবারের পক্ষ থেকে কেউ যদি মৃত্যুর বিষয়ে আমাদের কাছে অভিযোগ করে। আমরা বিষয়টি তদন্ত করে দেখব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়