শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ০৭:১২ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবা-মায়ের সাথে কক্সবাজার যাওয়া হলো না কুমিল্লার  সাফিনের

শাহাজাদা এমরান, কুমল্লিা : কুমিল্লার দেবিদ্বারে নানার বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সুবিল ইউনিয়নের হাদিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। শিশুটির নাম আব্দুল্লাহ আল সাফিন। সে একই উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের জয়পুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। 

সাফিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার বাবা সাইফুল ইসলাম বলেন, স্ব-পরিবারে আজকে কক্সবাজার যাওয়ার কথা ছিল আমাদের। টিকেটও কেটে রেখেছিলাম। কিন্তু কি থেকে, কি হয়ে গেল।বলেই কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। সাফিন সাইফুলের দ্বিতীয় ছেলে। 

স্থানীয়রা জানায়, জয়পুর ও হাদিপুর পাশাপাশি গ্রাম। গতকাল সোমবার সফিন তার মায়ের সাথে নানার বাড়ি হাদিপুর বেড়াতে আসে। সকালে নানার বাড়ির উঠানে বসে, সফিন তার নানুর পাশে খেলছিল। নাতিকে উঠানে বসিয়ে নানু শামিমা আক্তার ঘরে যায় ফ্রীজ থেকে রান্নার সামগ্রী বের করতে। পরে এসে দেখে উঠানে সাফিন নেই। অনেক ডাকাডাকি ও খোঁজাখুঁজি করে আর পাওয়া যায়নি সাফিনকে। পরে বাড়ির পাশের একটি পুকুরে সাফিনের লাশ ভেসে উঠে। স্বজনরা উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। সাফিনের মা সুমাইয়া বলেন, আমার স্বামী প্রবাসে থাকে। আমার সাফিন জন্মের তিনদিনের মাথায় তিনি বিদেশ চলে যায়। গত সপ্তাহে তিনি দেশে এসেছেন। আমার সাফিনের বাবার সাথে ভালো করে মিশতেও পারল না তার আগে আল্লায় লইয়া গেলে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, পানিতে ডুবে শিশু সাফিনের মৃত্যুর বিষয়টি আমাদের জানা নাই। পরিবারের পক্ষ থেকে কেউ যদি মৃত্যুর বিষয়ে আমাদের কাছে অভিযোগ করে। আমরা বিষয়টি তদন্ত করে দেখব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়