শিরোনাম
◈ রাজধানীতে মিরপুরে আতশবাজির ফুলকি থেকে ভবনে আগুন ◈ শোকের মাঝেও উৎসব: রাজধানীতে আতশবাজি–ফানুসে নববর্ষ বরণ ◈ যখন শেখ হাসিনার মুক্তি চেয়েছিলেন খালেদা জিয়া ◈ শুরু হলো ইংরেজি নতুন বর্ষ ২০২৬ ◈ নববর্ষের অঙ্গীকার হবে—অবাধ, সুষ্ঠু নির্বাচনে জবাবদিহিমূলক সরকার গঠন: তারেক রহমান ◈ খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা, যা লেখা আছে এতে ◈ বেনাপোল কাস্টমস কমিশনারসহ ১৭ কমিশনার বদলি ◈ বেগম খালেদা জিয়ার কফিন বহন করলেন তিন আলেম: আজহারী, আহমাদুল্লা ও মামুনুল হক ◈ বেগম খালেদা জিয়া: ক্ষমতা ও প্রতিরোধের জীবন ◈ রয়টার্সকে দেয়া সাক্ষাৎকার: ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমীর

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ০৫:০৭ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীনগরে বাস-ট্রাকের সংঘর্ষে আহত ৪

মো: মুজাহিদ খাঁন, শ্রীনগর (মুন্সীগঞ্জ): শ্রীনগরে ঢাকা-মাওয়া- ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ষোলঘর নামক স্থানে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের সংঘর্ষে বাসের চালকসহ ৪ যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টার দিকে ষোলঘর বাসস্ট্যান্ডের সামনে এই ঘটনা ঘটে। বাস চালকমাসুদ খান (৪২), যাত্রী মো. রাজ্জাক (৫২), রফিকুল ইসলাম (৪৩) ও আতিকুর রহমানকে (৩১) ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। আহত যাত্রীরা খুলনার বাসিন্দা। 

এ ঘটনায় এক্সপ্রেসওয়ের মাওয়া গামী লেনে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধথাকে। স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহণের যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো ব-১৪ ৯৫১৫) ষোলঘর বাসস্ট্যান্ডে কাছে অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মালবাহী ট্রাকের পিছনে ধাক্কা খায়। এতে সোহাগ পরিবহণের বাসটির সামনের অংশটি দুমড়ে মুচড়ে চালক আটকসহ ৪ জন আহত হয়। এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির গাড়ির ওভারট্রেকিং মাঝে মধ্যেই দুর্ঘটনার ঘটনা হচ্ছে। গত শনিবার দিবাগত গভীর রাতেও ষোলঘরে দুই বাসের ওভারট্রেকিং প্রতিযোগিতায় লাবিবা পরিবহণের ৫ জন যাত্রী আহত হন। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ওভারটেক করতে গিয়ে সোহাগ পরিবহণের বাসটি একটি ট্রাকের পিছনে ধাকা দেয়। 

বাসে চাপা পড়া চালকসহ আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আমরা তাৎক্ষনিক বাসটি হাইওয়ে লেন থেকে যান চলাচল করতে সক্ষম হই। হাঁসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়