শিরোনাম
◈ পদত্যাগ করলেন চেয়ারম্যানসহ পিএসসির অন্য সদস্যরা ◈ ৪ মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ◈ মোহাম্মদ আশরাফুল বিপিএলে রংপুর রাইডার্সের কোচ ! ◈ পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন জন হোপফিল্ড ও জিওফ্রে হিন্টন ◈ জাতীয় পার্টিকে সংলাপে চায় না সমন্বয়ক হাসনাত ও সারজিস ◈ হিন্দু সম্প্রদায়ের  নিরাপত্তাহীনতার অভিযোগ  বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে : মাহফুজ আলম ◈ পররাষ্ট্র উপদেষ্টা সুখবর দিলেন ইতালি ভিসাপ্রত্যাশীদের  ◈ দলের দায়িত্ব কাকে দেবেন? কোথায় যাবেন শেখ হাসিনা? ◈ ৬ শর্তে সাড়ে ৪ কোটি ডিম আমদানির অনুমতি ◈ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির হঠাৎ বিতর্কিত হওয়ার নেপথ্যে কী?

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩৮ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্থল বন্দরে অনিয়ম দুর্নীতি বন্ধের দাবিতে সোনামসজিদ স্থল বন্দরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : দেশের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের অনিয়ম দুর্নীতি বন্ধের দাবিতে বন্দরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থলবন্দরের ব্যবসায়ীরা। রবিবার সকালে সোনামসজিদ স্থল বন্দরের জিরো পয়েন্ট এলাকায় আমদানি রপ্তানিকারক গ্রুপের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি সোনামসজিদ স্থল বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের সামনে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন, আমদানি  ও রপ্তানিকারক মাসুম বিল্লা, নূর আমিনসহ অন্যা ব্যবসায়ীরা।

মানববন্ধন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সংপ্তি সমাবেশে বক্তারা পানামা পোর্ট লিংক লিমিটেডের নানান অনিয়ম দুর্নীতি অভিযোগ তুলে ধরেন।

এদিকে মানববন্ধন শেষ অতিরিক্ত অর্থ আদায় করা হলেও তাদের সেবা না দেয়ার অভিযোগ এনে দুপুরে সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলন করেন ব্যবসায়ীরা।

সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ অভিযোগ করেন, ২০১৯ সাল থেকে হঠাৎ ৭’শ ৮৩ টাকার পরিবর্তে ৭ থেকে ৮ হাজার টাকা মাশুল আদায় শুরু করে সোনামসজিদ পানামা পোট লিংক লিমিডেট। এছাড়া এসব অর্থ সরকারী কোষাগারে জমা হয় কি না ব্যবসায়ীদের সন্দেহ রয়েছে। তবে এই অর্থ পানামা পোর্টের ব্যক্তিগত একাউন্টে জমা করা হচ্ছে। এরমাধ্যমে কোটি কোটি লুটপাট করা হয়েছে।

আগামী ৭২ ঘন্টার মধ্যে দুর্নীতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না হলে ব্যবসায়ীক স্বার্থে আমদানি রপ্তানিকারকরা কঠোর কর্মসূচি গ্রহণ করবে বলে জানানো হয় সাংবাদিক সম্মেলনে। এ সময় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী জামাল উদ্দীন, পলাশ জোহা, হাসান, মামুন, দেলুয়ার হোসেন, আলমগীর জুয়েল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়