শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩৮ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্থল বন্দরে অনিয়ম দুর্নীতি বন্ধের দাবিতে সোনামসজিদ স্থল বন্দরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : দেশের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের অনিয়ম দুর্নীতি বন্ধের দাবিতে বন্দরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থলবন্দরের ব্যবসায়ীরা। রবিবার সকালে সোনামসজিদ স্থল বন্দরের জিরো পয়েন্ট এলাকায় আমদানি রপ্তানিকারক গ্রুপের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি সোনামসজিদ স্থল বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের সামনে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন, আমদানি  ও রপ্তানিকারক মাসুম বিল্লা, নূর আমিনসহ অন্যা ব্যবসায়ীরা।

মানববন্ধন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সংপ্তি সমাবেশে বক্তারা পানামা পোর্ট লিংক লিমিটেডের নানান অনিয়ম দুর্নীতি অভিযোগ তুলে ধরেন।

এদিকে মানববন্ধন শেষ অতিরিক্ত অর্থ আদায় করা হলেও তাদের সেবা না দেয়ার অভিযোগ এনে দুপুরে সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলন করেন ব্যবসায়ীরা।

সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ অভিযোগ করেন, ২০১৯ সাল থেকে হঠাৎ ৭’শ ৮৩ টাকার পরিবর্তে ৭ থেকে ৮ হাজার টাকা মাশুল আদায় শুরু করে সোনামসজিদ পানামা পোট লিংক লিমিডেট। এছাড়া এসব অর্থ সরকারী কোষাগারে জমা হয় কি না ব্যবসায়ীদের সন্দেহ রয়েছে। তবে এই অর্থ পানামা পোর্টের ব্যক্তিগত একাউন্টে জমা করা হচ্ছে। এরমাধ্যমে কোটি কোটি লুটপাট করা হয়েছে।

আগামী ৭২ ঘন্টার মধ্যে দুর্নীতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না হলে ব্যবসায়ীক স্বার্থে আমদানি রপ্তানিকারকরা কঠোর কর্মসূচি গ্রহণ করবে বলে জানানো হয় সাংবাদিক সম্মেলনে। এ সময় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী জামাল উদ্দীন, পলাশ জোহা, হাসান, মামুন, দেলুয়ার হোসেন, আলমগীর জুয়েল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়