ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ্ এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধভাবে ভারতীয় ওষুধ ও পণ্য, এবং ৪০ কেজি গাঁজা উদ্ধার সহ একজন চোরাকারবারি আটক করেছে র্যাব।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি দল গত ৩১ আগস্ট চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ্ থানাধীন কৈবল্যধাম আশ্রম গেইট এলাকায় গাড়ি তল্লাশি করে একটি পিকআপ ভ্যান সহ রাহাত ইসলাম জোবায়ের (২২) নামের একজনকে আটক করে।
সেই পিকআপ হতে ১৩টি প্লাষ্টিকের বস্তা হতে ৪০ কেজি গাঁজা, বিভিন্ন ব্র্যান্ডের ২৩০০ পিস চোরাই ভারতীয় ব্লাউজ, ৪০ পিস ভারতীয় ফতুয়া, ৭০ পিস ভারতীয় ম্যাক্সি, ০৫ পিস ভারতীয় শাড়ি, বিপুল পরিমান ভারতীয় ওষুধ জব্দ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে সীমান্তবর্তী দেশ ভারত হতে অবৈধ উপায়ে আমদানিকৃত ভারতীয় পন্য, এবং মাদকদ্রব্য সংগ্রহ পূর্বক ঢাকা, চট্টগ্রাম জেলা এবং মহানগরী সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় পাইকারী ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ১৩ লক্ষ টাকা।
আপনার মতামত লিখুন :