শিরোনাম
◈ দেশে ফেরার প্রক্রিয়া শুরু: ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের ◈ হাসিনার অনুসারীদের জামিন বিতর্কে আইন উপদেষ্টার উদ্বেগ প্রকাশ ◈ প্রার্থীদের অস্ত্রের ঝুঁকি, নিরপেক্ষ প্রশাসন নিয়ে চ্যালেঞ্জ ইসির ◈ কূটনীতির রীতিনীতি কি উপেক্ষা করছেন প্রণয় ভার্মা ◈ ওসমান হাদির অস্ত্রোপচার হবে সিঙ্গাপুরে, অনুমতি দিয়েছে পরিবার ◈ দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলো সরকার ◈ দুর্বল প্রতিপ‌ক্ষের বিরু‌দ্ধে  লড়াই ক‌রে জিত‌লো ‌রিয়াল মা‌দ্রিদ ◈ মেয়েকে নিয়ে ২৫ তারিখ সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান ◈ নির্বাচন নিয়ে ভারতের 'নসিহতে' বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া কেন? ◈ শেষ স্ট্যাটাসে ওসমান হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৪, ০৬:০০ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনীতে ভারী বর্ষণে শহরের বিভিন্ন সড়ক তলিয়ে গেছে 

এমরান পাটোয়ারী, ফেনী: [২] ফেনীতে দুদিনের টানা বৃষ্টি ও ভারী বর্ষণে ফেনী পৌর এলাকার বেশিরভাগ সড়ক পানির নিচে তলিয়ে গেছে। ওই সকল সড়কে বসবাসকারী বাসিন্দারা ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়ছে।

[৩] জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে মূষলধারে বৃষ্টি শুরু হয়। এর আগের রাতে বৃষ্টি ও শুক্রবার সকাল থেকে টানা বৃষ্টিসহ ভারী বর্ষণ হওয়ায় ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়ক, মিজান রোড়, একাডেমি রোড়, শাহীন একাডেমি, রামপুর, তাকিয়া রোড়, আবু বক্কর সড়ক, শাহীন একাডেমি রোড়, ফেনী বড় বাজারে বিভিন্ন গলি, বারাহীপুর এলাকায় বিভিন্ন সড়ক, মহিপাল চৌধুরী বাড়ী সড়ক, পাঠান বাড়ী রোড, একাডেমী রোড ও হাসপাতাল মোড়সহ বিভিন্ন সড়ক পানির নিচে তলিয়ে গেছে। অপরদিকে সড়কে চলাচলরত শতশত সিএনজিতে পানি ঢুকে নষ্ট হয়ে গেছে। 

[৪] এদিকে অতি বৃষ্টির কারনে ফেনী পৌরসভার কনজার্ভেটিভ অফিসার সরোয়ার আলমের নেতৃত্বে পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা পানি নিষ্কাশনের কাজ শুরু করেছে। 

[৫] ফেনী পৌরসভার কনজার্ভেটিভ অফিসার সরোয়ার আলম জানান, পৌরসভার ৩০ জন পরিচ্ছন্নকর্মী শহরের বিভিন্ন খাল পরিস্কারের কাজ করছে। বাকী আরও ৩০ জন পরিচ্ছন্ন কর্মী শহরের বিভিন্ন ড্রেন পরিস্কারে কাজ করছে। জলাবদ্ধতা নিরসনে পানি নেমে যাওয়া পর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে জানান পৌর কর্তৃপক্ষ। 

[৬] ইসকর্ট ইমেজিং সেন্টার পরিচালক এম জহিরুল হক মিলন জানান, প্রতি বছর বৃষ্টিতে ফায়ার সার্ভিস থেকে স্টারলাইন কাউন্টার পর্যন্ত সড়কটি পানির নিচে তলিয়ে যায়। এ স্থানটিতে বেশ কয়েকটি বেসরকারি প্রাইভেট হাসপাতাল রয়েছে। এসকল হাসপাতালে রোগী আনা নেওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়তে হয়। 

[৭] শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কের ব্যবসায়ী মো. জয়নাল জানান, টানা এক ঘন্টা বৃষ্টি হলে শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক পানির নিচে তলিয়ে যায়। এছাড়াও টানা বৃষ্টিতে মরিচ পট্টি, মুড়ি পট্রি, সওদাগর পট্টি, খাজা আহমেদ সড়ক পানিতে তলিয়ে যায়। এতে আমরা ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বসে থাকি। পানি নেমে গেলে দোকান খুলি। বর্ষা এলে আমাদের এ সকল দুঃখ দেখার কেউ থাকেনা। 

[৮] এ বিষয়ে জানতে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, আমাদের সকল কাউন্সিলবৃন্দের তত্ত্বাবধানে পরিচ্ছন্নতা কর্মীরা নিরলসভাবে কাজ করা যাচ্ছে। পৌরসভার নাগরিকরা পলিথিন থেকে শুরু করে সব ময়লা  ড্রেনে ফেলার কারনে পানি প্রবাহে বাধা হচ্ছে। গতকাল থেকে টানা বৃষ্টি হওয়ায় পানি নামতে সময় লাগছে বৃষ্টি কমলে দু-এক ঘন্টার ভিতর সকল পানি নেমে যাবে বলে আমি আশা করছি।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়