শিরোনাম
◈ আই‌পিএল, গুজরাটের কাছে পাত্তাই পেলো না কলকাতা নাইটরাইডার্স ◈ কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা ◈ স্বাস্থ্য উপদেষ্টার এপিএসকেও সরিয়ে দেওয়া হলো ◈ নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর ৩ হাজার ৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান ◈ যেসকল সেবা মেলে না এনআইডি লক হলে ◈ মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত ◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো?

প্রকাশিত : ২৩ জুন, ২০২৪, ০৬:১৪ বিকাল
আপডেট : ২৩ জুন, ২০২৪, ০৬:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শাফায়েত নাজমুল, কিশোরগঞ্জ: [২] বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়ে শোভাযাত্রার নেতৃত্ব দেন কিশোরগঞ্জে-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

[৩] রোববার কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে। 

[৪] দিবসটি উপলক্ষে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়ে স্থানীয় সংসদ সদস্যের নেতৃত্বে শোভাযাত্রাটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধু মুরালে পুস্তবক অর্পণ করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নুর লিপি। 

[৫] এ সময় দলীয় নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিদ্র্য মন্ডল, সহকারী কমিশনার (ভূমি ) ফরিদ আল সোহান, হোসেনপুর থানা অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমনসহ সংশ্লিষ্ট কমকর্তারা উপস্থিত ছিলেন। 

[৬] পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়া। 

[৭] এসময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা: সৈয়দা জাকিয়া নূর লিপি। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। বর্তমানে আমাদের বাংলাদেশ একটি সুখী ও সমৃদ্ধির দেশে পরিণত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

[৮] এসময় আরও বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, সাবেক সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাঞ্চন, জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার কামাল, উপজেলা আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. অহিদুল্লাহ, পুমদী ইউনিয়ন চেয়ারম্যান আবদুল কাইয়ুম, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্চিত চন্দ্র শীল, শ্রমীক লীগের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন টুটুলসহ প্রমুখ। 

[৯] পরে দল ও দেশের সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হোসেনপুর হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল ওয়াদুদ মকসুদ। এসময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়