শিরোনাম
◈ ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ: ৪৭% মানুষের মতে তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ◈ জাতিসংঘ শান্তি কমিশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত বাংলাদেশ ◈ সংবিধান সংস্কার পরিষদ কী, সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে বিতর্ক কেন? ◈ হুমকি, হয়রানি ও নিরাপত্তাহীনতায় নির্বাচনী প্রচারণা থেকে বিরতি নিচ্ছেন মেঘনা আলম ◈ রাজধানী থেকে অপহৃত ৩ বছরের শিশুকে ২৪ ঘণ্টায় উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার ◈ ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনে নিষিদ্ধ, হাসিনা পলাতক, আওয়ামী লীগ কি টিকবে?: আল জাজিরার বিশ্লেষণ ◈ আল্লাহ সুযোগ দিলে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হতে চাই—তারেক রহমান ◈ ম‌্যান‌চেস্টার সি‌টির কোচ পেপ গা‌র্দিওলা ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব নেতাদের ‘কাপুরুষ’ বললেন  ◈ আদানির সঙ্গে বিদ্যুৎ–কয়লার দাম নিয়ে বিরোধ: ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান নিয়োগ বাংলাদেশের

প্রকাশিত : ১২ জুন, ২০২৪, ০৭:২৬ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২৪, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেপিয়ার ঘাস খেয়ে মারা গেলো খামারের ২৬ গরু

দিলওয়ার খান, নেত্রকোনা: [২] নেত্রকোনার র্পূবধলায় নেপিয়ার ঘাস খেয়ে এক খামারির ২৬টি গরু মারা গেছে। গত দুইদিনে মঙ্গলবার রাত পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের তাহাযীদ এগ্রো ফার্মে এসব গরু মারা যায়। অসুস্থ হয়ে পড়েছে আরও বেশ কিছু গরু। মারা যাওয়া গরুর সংখ্যা আরও বাড়তে পারে।

[৩] জানা গেছে, নেত্রকোনার পূর্বধলায় বাণিজ্যিকভাবে তাহাযীদ এগ্রো ফার্ম নামে একটি খামার গড়ে তুলেছেন জহিরুল ইসলাম। এবছর কোরবানী ঈদকে সামনে রেখে অর্ধ শতাধিক ষাঁড় গরু প্রস্তুত করেছেন। খামারের পাশেই ঘাস খেত চাষ করেন খামার মালিক। এসব ঘাস নিয়মিত খাওয়াতেন খামারের গরু গুলোকে। গত সোমবার ও মঙ্গলবার হঠাৎ ওই খামারের গরু অসুস্থ হয়ে যায়। এরমধ্যে গত দুইদিনে তাহাযীদ এগ্রো ফার্মে ২৬টি গরু মারা গেছে। আরও ১০-১৫টি গরু অসুস্থ্য অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

[৪] খামারের মালিক জাহিরুল ইসলাম জানান, নেপিয়ার কাঁচা সবুজ ঘাস খাওয়ানোর পরে শনিবার সন্ধ্যায় খামারের অনেগুলো গরুগুলো অসুস্থ্য হয়ে যায়। সবমিলিয়ে খামারের ২৬টি মারা গরু গেছে। সব ষাঁড় গরু কোরবানির সময় বিক্রি করার জন্য প্রস্তুত করা হয়েছিল। তার খামারের প্রায় ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

[৫] পূর্বধলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এম এম এ আউয়াল তালুকদার জানান, বৃষ্টির সময় কচি ঘাসে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে। ধারণা করা হচ্ছে নাইট্রেট বিষক্রিয়ায় গরুগুলো মারা যেতে পারে। ঘাসের নমুনা সংগ্রহ করছে প্রাণি সম্পদ বিভাগ। পরীক্ষার পর আরও বিস্তারিত জানা যাবে। মেডিকেল টিম মাঠে সার্বক্ষনিক কাজ করছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়