শিরোনাম
◈ ভারতের উপহার দেওয়া সাড়ে ৪ কোটি টাকার জীবন রক্ষাকারী অ্যাম্বুলেন্স এখন 'ভোটের গাড়ি' ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পের বাছাই‌য়ে পাপুয়া নিউ‌গি‌নি‌কে সহজেই হারালো বাংলাদেশ ◈ কট্টর ডানপন্থী মতাদর্শে বিশ্বাসী ব্রিটিশ সাংবাদিক রবার্ট কার্টার কোরআন পড়ে অভিভূত হয়ে ইসলাম গ্রহণ (ভিডিও) ◈ এবার প্রবাসীদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব ◈ ওয়েস্ট ইন্ডিজের বেহাল দশা, ম‌্যাচ জিত‌লো আফগা‌নিস্তান ◈ নবম পে-স্কেলে বৈশাখী ভাতা মূল বেতনের কতো শতাংশ, যা জানা গেল ◈ কীভা‌বে ১৯৯১ এর নির্বাচনে বিএনপির 'বিস্ময়কর' জয় এসেছিলো ◈ ঠেলাগাড়িতে বসে নীরবে ভিক্ষা করে কোটিপতি, আছে বহুতল ৩ বাড়ি ও মারুতি সুজুকি গাড়ি ◈ অস্ট্রেলিয়ার সিডনিতে হাঙরের হামলা, মৃত্যুর মুখে ২ তরুণ (ভিডিও) ◈ ইভ্যালির রাসেল-শামীমা আবারো গ্রেপ্তার

প্রকাশিত : ১২ জুন, ২০২৪, ০৭:২৬ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২৪, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেপিয়ার ঘাস খেয়ে মারা গেলো খামারের ২৬ গরু

দিলওয়ার খান, নেত্রকোনা: [২] নেত্রকোনার র্পূবধলায় নেপিয়ার ঘাস খেয়ে এক খামারির ২৬টি গরু মারা গেছে। গত দুইদিনে মঙ্গলবার রাত পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের তাহাযীদ এগ্রো ফার্মে এসব গরু মারা যায়। অসুস্থ হয়ে পড়েছে আরও বেশ কিছু গরু। মারা যাওয়া গরুর সংখ্যা আরও বাড়তে পারে।

[৩] জানা গেছে, নেত্রকোনার পূর্বধলায় বাণিজ্যিকভাবে তাহাযীদ এগ্রো ফার্ম নামে একটি খামার গড়ে তুলেছেন জহিরুল ইসলাম। এবছর কোরবানী ঈদকে সামনে রেখে অর্ধ শতাধিক ষাঁড় গরু প্রস্তুত করেছেন। খামারের পাশেই ঘাস খেত চাষ করেন খামার মালিক। এসব ঘাস নিয়মিত খাওয়াতেন খামারের গরু গুলোকে। গত সোমবার ও মঙ্গলবার হঠাৎ ওই খামারের গরু অসুস্থ হয়ে যায়। এরমধ্যে গত দুইদিনে তাহাযীদ এগ্রো ফার্মে ২৬টি গরু মারা গেছে। আরও ১০-১৫টি গরু অসুস্থ্য অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

[৪] খামারের মালিক জাহিরুল ইসলাম জানান, নেপিয়ার কাঁচা সবুজ ঘাস খাওয়ানোর পরে শনিবার সন্ধ্যায় খামারের অনেগুলো গরুগুলো অসুস্থ্য হয়ে যায়। সবমিলিয়ে খামারের ২৬টি মারা গরু গেছে। সব ষাঁড় গরু কোরবানির সময় বিক্রি করার জন্য প্রস্তুত করা হয়েছিল। তার খামারের প্রায় ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

[৫] পূর্বধলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এম এম এ আউয়াল তালুকদার জানান, বৃষ্টির সময় কচি ঘাসে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে। ধারণা করা হচ্ছে নাইট্রেট বিষক্রিয়ায় গরুগুলো মারা যেতে পারে। ঘাসের নমুনা সংগ্রহ করছে প্রাণি সম্পদ বিভাগ। পরীক্ষার পর আরও বিস্তারিত জানা যাবে। মেডিকেল টিম মাঠে সার্বক্ষনিক কাজ করছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়