শিরোনাম
◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ  ◈ ৯১ সালে জামায়াত সমর্থন না দিলে বিএনপি এ পর্যায়ে আসতো না: তাহের ◈ ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে বিএনপি কী কিছুটা বেকায়দায় পড়েছে ◈ সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত ◈ মনোনয়ন নয়, দল ও দেশ বড়—মনোনয়নবঞ্চিতদের প্রতি তারেক রহমানের আহ্বান ◈ দোষী বা নির্দোষের বাইরে ইনুর বক্তব্য আমলে নেয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০৯:১৮ রাত
আপডেট : ১১ জুন, ২০২৪, ০৯:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু হত্যায় ৩ জনের কারাদণ্ড

মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: [২] রূপগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে ৯ বছরে শিশু সাগর বর্মনকে হত্যার ঘটনায় তিন যুবককে সাড়ে ৩ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন কিশোরগঞ্জের তাড়াইল দড়িজাহাঙ্গীরপুর এলাকার রিটনের ছেলে রাকিব (২০), করিমগঞ্জের গুজাইদা লামাপাড়া এলাকার হক মিয়ার ছেলে মো. আকাশ (২০) ও নরসিংদীর কাজীকান্দী এলাকার আবদুল হান্নানের ছেলে মো. সোহেল (২১)।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এ রায় ঘোষণা করেন।

আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর (স্পেশাল পি.পি) এড. রকিবুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, ২০১৬ সালের ২৪ জুলাই রূপগঞ্জের যাত্রামুড়া জবেদা টেক্সটাইলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে নেত্রকোনার খালিয়াজুড়ি রাজিবপুর গ্রামের রতন বর্মণের ছেলে সাগর বর্মণকে হত্যা করে। নিহত শিশু সাগর ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতো।

এসময় এঘটনার সাথে জড়িতদের বয়স ১৮ এর নিচে ছিল। বর্তমানে আসামিদের বয়স ১৮ পেরিয়ে গেছে। তাই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত তাদের সাড়ে ৩ বছরের আটকাদেশ দিয়েছেন। আদেশ ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, সাগরকে প্রায় সময়ই শিশু আসামিরা গালিগালাজ করতেন। বিভিন্ন সময় এর প্রতিবাদ করতো সাগর। এতেই ক্ষিপ্ত হয়ে সাগরের পায়ুপথে বাতাস ঢুকিয়ে তাকে হত্যা করা হয়।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. আবদুর রশিদ জানান, পায়ুপথে বাতাস ঢুকিয়ে সাগরকে হত্যার ঘটনায় তার বাবা রতন বর্মণ রূপগঞ্জ থানায় মামলা করেন। সেই মামলায় বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়