শিরোনাম
◈ রাইসির নিখোঁজ নিয়ে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া ◈ দেশের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি ◈ রাইসির হেলিকপ্টারের অবস্থান শনাক্ত, উদ্ধারে সহযোগিতা করবে বিভিন্ন দেশ ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম, ভ‌রি এক লাখ ১৯ হাজার ৫শ টাকা ◈ রাইসির মৃত্যু হলে দায়িত্ব পাবেন ভাইস প্রেসিডেন্ট, ৫০ দিনের মধ্যে নির্বাচন ◈ পুলিশকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে: আইজিপি ◈ ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার  ◈ বিএনপির নেতাকর্মীদের কারাগারে পাঠানো সরকারের প্রধান কর্মসূচি: মির্জা ফখরুল ◈ উপজেলায় ভোট কম পড়ার বড় কারণ বিএনপির ভোট বর্জন: ইসি আলমগীর 

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৪, ০১:৫৮ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৪, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে হিটস্ট্রোকে অটোচালকের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি: জেলার কালীগঞ্জ উপজেলায় প্রচন্ড তাপদাহে একটি ক্লিনিকের মাইকিং করতে গিয়ে  হিটস্ট্রোকে রাশেদুল ইসলাম (৫০) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মদাতী ইউনিয়নের চামটার হাট বাজারে তার মৃত্যু হয়। 

মৃত রাশেদুল ইসলাম হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের খোর্দ্দ বিছনদই গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে অটোরিক্সা নিয়ে ভোটমারী গোলাম মৃর্তজা কমিউনিটি ক্লিনিকের মাইকিং করতে যান চামটার হাট বাজারে। দুপুরে চামটারহাট এলাকার একটি হোটেলে খাবার খেয়ে বের হওয়ার সময় অসুস্থা হয়ে পড়েন। পরে অসুস্থ হওয়ার পর স্থানীয়রা উদ্ধার করার সময় ঘটনাস্থলে তিনি মারা যান। 

ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুবুর রহমান বলেন,রাশেদুল ইসলাম এই তীব্র গরমে মাইকিং করতে জানে স্থানীয় চামটার বাজারে। সেখানে দুপুরে খাবার খাওয়ার পর তিনি মারা যান। 

ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভেকেট মশিউর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, প্রচন্ড গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছিল। পরে সেখানে তিনি হিট স্ট্রোক করে মারা যান

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবীর বলেন,বিষয়টি জেনেছি তবে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়