শিরোনাম
◈ দেশে স্টারলিংকের যাত্রা শুরু, খরচ নিয়ে যা জানাগেল ◈ শাহজালাল বিমানবন্দর থেকে উড্ডয়নের পর তার্কিশ এয়ারলাইন্সের বিমানে আগুন, ২৯০ যাত্রী নিয়ে জরুরি অবতরণ ◈ ভারত এশিয়া কাপ না খেলার  মি‌ডিয়ার গুঞ্জন উড়িয়ে দিলো বি‌সি‌সিআই ◈ যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর জবাবে বাংলাদেশে পাল্টা ছাড়ের পরিকল্পনা ◈ রেকর্ড রান করেও আমিরাতের কাছে হারল বাংলাদেশ ◈ বায়রার সংবাদ সম্মেলন ঘিরে মারামারি, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ◈ সেই ছাত্রীর সাথে আ'পত্তিকর অবস্থায় ধরা পড়ার ব্যাখ্যা দিলেন শিক্ষক (ভিডিও) ◈ জাতীয়’র আগে স্থানীয় নির্বাচন চাইলেন সারজিস, জানালেন কারণও  ◈ ইশরাক ভাই-তাবিথ ভাইদের কাছ থেকে টাকা নিয়ে ছাত্রনেতাদের বাসা ভাড়া দিয়েছি: নুরুল হক নুর (ভিডিও) ◈ এবার নুসরাত ফারিয়াকে নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য!

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৪, ০৪:৪৩ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৪, ০৪:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২৬ কেজি ওজনের কোরাল মাছ

উত্তম কুমার, কলাপাড়া (পটুয়াখালী): [২] বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২৬ কেজি ওজনের একটি কোরাল মাছ। জেলে মো. রাসেল মাঝির জালে এ মাছটি ধরে পড়ে। ভাগ্যবান এই জেলের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের বাবলাতলা গ্রামে। 

[৩] বৃহস্পতিবার দুপুরে কোরাল মাছটি কুয়াকাটা মৎস্য মার্কেটের ফিস পয়েন্ট আড়তে নিয়ে আসা হয়। বিশাল সাইজের এই কোরাল মাছটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। পরে নিলামের মাধ্যমে ৩২ হাজার ৭৫০ টাকায় কোরাল মাছটি এক মৎস্য ব্যবসায়ী ক্রয় করেছেন।

[৪] রাসেল মাঝি বলেন, সে মায়ের দোয়া নামের ট্রলার নিয়ে গভীর সাগরে যায়। গত মঙ্গলবার রাতে বলেশ্বর নদীর সাগর মোহনায় জাল ফেলার পর অন্যান্য মাছের সঙ্গে এই কোরাল মাছটি ধরা পড়ে। মাছটির ওজন বেশি হওয়ায় প্রথমে জাল থেকে ট্রলারে তুলতে অনেক বেগ পেতে হয়েছে। এর আগেও তার জালে ১০ থেকে ১৫ কেজি ওজনের কোরাল মাছ ধরা পড়েছিলো। তবে এত বড় মাছটি পেয়ে ট্রলারে থাকা জেলেরাও খুশি।

[৫] ফিস পয়েন্টের আড়ৎ পরিচালক মো.নাসির বলেন, সচারাচর এত বড় মাছ পাওয়া যায় না। মাছটি নিয়ে আসার পর ১২৫০ টাকা কেজি দরে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। ক্রেতা বিক্রম চন্দ্র বলেন, মাছটি বিক্রির জন্য ঢাকায় পাঠানো হবে।

[৬] সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, আশা করছি বৃষ্টি হলে জেলেদের জালে আরও বড় বড় সাইজের মাছ ধরা পড়বে। এছাড়া প্রচুর পরিমাণে ইলিশ মাছও ধরা পড়তে পারে বলে তিনি সাংবাদিকদের জানান। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

প্রতিনিধি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়