শিরোনাম

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৪, ০৩:৫২ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২৪, ০৩:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্টার হোপ ফাউন্ডেশনের উদ্যোগে ময়মনসিংহ নগরীর মোড়ে মোড়ে সুপেয় পানির আয়োজন

আব্দুল্লাহ আল আমীন: [২] জলবায়ু পরিবর্তনের কারণে গ্রীস্মের শুরুতেই অসহ্য তাপদাহ চলছে, সরকার দ্বিতীয় পর্যায়ে তাপ প্রবাহ ঘোষণা করেছে। উচ্চ তাপমাত্রার কারণে সারা বাংলাদেশে তীব্র তাপদাহ হচ্ছে, তীব্র গরমের কারণে জনজীবন হয়ে উঠেছে  অতিষ্ঠ। তার ফলশ্রুতিতে স্টার হোপ ফাউন্ডেশন এর উদ্যোগে ময়মনসিংহ নগরীর গুরত্বপূর্ণ জনসাধারণের চলাচলের স্থানে ৫ টি বিশুদ্ধ পানি পানের সুব্যবস্থা করেছে। 

[৩] নগরীর  সি.কে.ঘোষ রোড, নতুন বাজার, বড় বাজার, কালীবাড়ি ও জিলা স্কুল মোড়। এতে করে নগরীর সাধারণ ও শ্রমজীবি মানুষজন এই তীব্র গরমে তাদের বিশুদ্ধ পানির চাহিদা পূরণ করতে পারছে। 

[৪] (সুপেয় পানি) এ প্রকল্পের সার্বিক দ্বায়িত্বে ছিল স্টার হোপ ফাউন্ডেশনের পরিকল্পনা বিষয়ক সম্পাদক আহামেদ জামিল লিফাত ও সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ। 

[৫] এই প্রকল্প নিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক মো: নূর জাহিদ মোমেন  বলেন, এই  তীব্র  গরমে আমরা আমাদের স্বার্থ অনুসারে চেষ্টা করেছি সাধারণ মানুষের তৃষ্ণা মিটাতে। 

[৬] স্টার হোপ ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট আহামেদ সুরুজ্জামান বলেন, আমরা প্রতি স্থানে বিশুদ্ধ পানির পাশাপশি ওয়ান টাইম গ্লাস ব্যবহার করছি কারণ আমরা সবার স্বাস্থ্যের  দিকে সচেতন ও গ্লাস গুলো এক স্থানে থাকে তার জন্য প্রতিটা স্থানে ময়লা ফেলার ঝুড়ি ব্যবহার করেছি। এই প্রকল্পের প্রতি স্থানে গ্লাসসহ যা যা দরকার তা নিয়মিত পৌছিয়ে দিচ্ছে দপ্তর সম্পাদক হুমায়ন আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়