শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩, ০৫:৫২ বিকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে চলবে ৯ জোড়া বিশেষ ট্রেন

৯ জোড়া বিশেষ ট্রেন

সঞ্চয় বিশ্বাস: আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ৯ জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর জন্য একইসঙ্গে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের ডে-অফ বাতিল করা হয়েছে। তার সাথে ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত এসব ট্রেনের কোনও ডে-অফ থাকবে না। এছাড়া ঈদের দিন কোনও আন্তঃনগর ট্রেন চলাচল করবে না। কালবেলা, বাংলাট্রিবিউন

বুধবার (২২ মার্চ) রাজধানীর রেল ভবনের সম্মেলন কক্ষে ঈদ উপলক্ষে রেলের টিকিট বিক্রির কার্যক্রমসহ সার্বিক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এসময় রেলমন্ত্রী বলেন, ঈদের অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ৫৩টি (পাড়াতলী ওয়ার্কশপ থেকে ৪০টি এমজি এবং সৈয়দপুর ওয়ার্কশপ চারটি এমজি ও ৯টি বিজিসহ মোট ১৩টি) যাত্রীবাহী কোচ সার্ভিসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ২১৮টি (পূর্বাঞ্চল ১১৬টি ও পশ্চিমাঞ্চল থেকে ১০২টি) লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেন ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিশেষ ব্যবস্থাপনায় ঈদের অগ্রিম ও ফেরত টিকিট বিক্রি করা হবে। ট্রেনের মোট আসন সংখ্যা হবে ২৫ হাজার ৭৭৮টি এবং সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। ঈদের তিনটি বিশেষ ট্রেনের আরও তিন হাজার আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

ঈদের অগ্রিম টিকিট বিক্রির সূচি অনুযায়ী- ১৭ এপ্রিলের টিকিট ৭ এপ্রিল, ১৮ এপ্রিলের টিকিট ৮ এপ্রিল, ১৯ এপ্রিলের টিকিট ৯ এপ্রিল, ২০ এপ্রিলের টিকিট ১০ এপ্রিল এবং ২১ এপ্রিলের টিকিট পাওয়া যাবে ১১ এপ্রিল।

এসবি২/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়