শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৩, ০১:৩০ দুপুর
আপডেট : ১৭ মার্চ, ২০২৩, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৩ সালের বিশ্বের সব সেরা বিমানবন্দর

সিঙ্গাপুর চাংগি বিমানবন্দর

সাজ্জাদুল ইসলাম: বিশ্বের সেরা বিমানবন্দরগুলোর বার্ষিক তালিকা প্রকাশ করেছে স্কাইট্রাক্স। তাদের এ র‌্যাকিং তালিকায় বিশ্বের সবচেয়ে সেরা বিমানবন্দর হলো সিঙ্গাপুর চাংগি বিমানবন্দর। আলো ঝলমল সবুজ স্বর্গ চাংগি বিমানবন্দর নিজেকে ‘নিজ গন্তব্য’ হিসেবে বর্ণনা করেছে। স্কাইট্রাক্সের এ তালিকায় স্থান পেয়েছে আরো ১৯টি বিমানবন্দর। সিএনএন

যুক্তরাজ্য ভিত্তিক বিমান লাইন, বিমানবন্দরের পর্যালোচনা র‌্যাকিং সংস্থা স্কাইট্রাক্স সারা বিশ্বের ভ্রমণকারীদের ওপর জরীপ চালিয়ে এ তালিকা তৈরি করে। পরীক্ষা ও যাত্রাসহ সব বিষয়ের ওপর প্রশ্ন করে স্কাইট্রা তার এ র‌্যাকিং তৈরি করে।

সিঙ্গাপুরের চাংগি বিমানবন্দর এর আগে ৮ বছর ধরে তালিকার শীর্ষে অবস্থান করে। কিন্তু করোনা মহামারির কারণে ২০২১ ও ২০২২ সালে দু’বছরের জন্য তার অবস্থান নীচে নেমে যায়। এ সময়ে তাদের যাত্রীর যাতায়াতও কমে যায়। তার স্থলে কাতারের দোহা বিমানবন্দর শীর্ষ অবস্থান অর্জন করে। চাংগির আকর্ষনের মধ্যে রয়েছে ৪০ মিটার উচ্চ চোখ ধাঁধাঁনো আভ্যন্তরীন জলপ্রপাত, একটি প্রজাপতির বাগান ও একটি ইমাক্স সিনেমা। ২৮০টি দোকান খাবার আউটলেট রয়েছে যা সময় কাটানোর চমৎকার সুযোগ।

স্কাইট্রাক্সের তালিকায় দ্বিতীয় স্থানে আছে হামাদ ইন্টান্যাশনাল এয়ারপোর্ট। এ বছরের স্কাইট্রাক্সের তালিকার ৫টি শীর্ষ বিমানন্দরের মধ্যে রয়েছে হেনেদা নামে পরিচিত টোকিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (৩য়), ইনচিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (৪র্থ) এবং প্যারিস চার্লস দ্য গল এয়ারপোর্ট (৫ম)। 

এরপর আছে, যথাক্রমে ইস্তাম্বুল এয়ারপোট, মিউনিখ এয়ারপোর্ট, জুরিখ এয়ারপোর্ট, নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মাদ্রিদ বারাজাস এয়ারপোর্ট, ভিয়েনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হেলসিংকি ভানাতা এয়ারপোর্ট, রোম ফ্উিমিসিনো এয়ারপোর্ট, কোপেনহেগেন এয়ারপোর্ট, কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চুবু সেন্ট্রাইর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সিয়াটেল টাকোমা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মেলবোর্ন এয়ারপোর্ট এবং ভ্যানকুবার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।

এসআই/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়