নুরনবী সরকার, লালমনিরহাট: লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় একটি গরু মারা গেছে। অপর একটি গরু আহত হয়েছে। এতে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
শুক্রবার (১০ মার্চ) বিকেলে লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন কাকিনা রেল ষ্টেশন পার হয়ে তুষভান্ডার রেলষ্টেশন আসার পথে আমিনগঞ্জ এলাকায় দুইটি গরুর সাথে ধাক্কা লাগে। এতে একটি গরু মারা যায় অপর গরুটি আহত হয়। গরু ও ট্রেনের ধাক্কায় বিকল হয়ে পড়ে ট্রেনের ইঞ্জিন। ফলে বন্ধ হয়ে যায় লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর রেল পথের ট্রেন চলাচল।
ট্রেনের চালক আরিফুল হক রিংকু জানান, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ষ্টেশন থেকে নতুন ইঞ্জিন আসার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সম্পাদনা: অনিক কর্মকার
প্রতিনিধি/একে