শিরোনাম

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:১৫ বিকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট-চট্রগ্রাম রেল যোগাযোগ বন্ধ

এএইচ রাফি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 
বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের আউটারে এ ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলিম হোসেন সিকদার জানান, ট্রেনটি আখাউড়া জংশন ছেড়ে আউটারে যাওয়ার পর ইঞ্জিনের একটি যন্ত্রাংশ ভেঙে নিচে পড়ে যায়। এতে বিকল হয়ে পড়ে ইঞ্জিন। এর ফলে সিঙ্গেল লাইন হওয়ায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ট্রেনটিকে ঘটনাস্থল থেকে জংশনে নিয়ে আসা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/জেএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়