শিরোনাম
◈ আজ শেষ হবে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি, হামলার শঙ্কায় জম্মু কাশ্মির সীমান্তে বাঙ্কার বানানোর হিড়িক ◈ সীমান্তে বেড়েছে পুশ-ইনের ঘটনা, আতঙ্কে স্থানীয়রা! ◈ মামলায় জামিন না দেওয়ায় বিচারককে শাসালেন বিএনপিপন্থী আইনজীবীরা, ভিডিও ভাইরাল ◈ মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ডাকাতির বান্ডিল বান্ডিল টাকা! (ভিডিও) ◈ ট্রাম্পকে ঘিরে ‘দাসত্বের প্রদর্শনী’: আরব নেতাদের আচরণে নেটিজেনদের ক্ষোভ ◈ পুলিশ পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে পান ব্যবসায়ীর পৌনে ২ লাখ টাকা ছিনতাই (ভিডিও) ◈ জেলবন্দী ইমরান খান‌কে নি‌র্দোশ দা‌বি ক‌রে ট্রাম্পের কাছে মু‌ক্তির আ‌বেদন দুই পুত্রের  ◈ এবার বিএনপির অব্যবহৃত কার্যালয়ে আগুন দিলেন ছাত্রদলের পদবঞ্চিতরা! ◈ জাতীয় দ‌লে যোগ দি‌তে ভুটান থেকে ঢাকায় ‌ফি‌রে‌ছে পাঁচ নারী ফুটবলার ◈ সালাহ এবার ব্যালন ডি’অর জ‌য়ের ব্যাপা‌রে আত্ম‌বিশ্বাসী

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৩, ০৮:৩৬ রাত
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২৩, ০৮:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫১তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

মনজুর এ আজিজ : ৫১তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকায় সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবাষির্কীর বিশেষ এই দিনটি উদযাপনকালে সকল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে যাত্রীদের মোবাইলে ভয়েস মেইলের মাধ্যমে শুভেচ্ছা বার্তা প্রদান, যাত্রীদের উপহার প্রদান, বিমানের সকল স্টেশনে দোয়া মাহফিল ও মিষ্টিবিতরণ, অন্যান্য এয়ারলাইন্স ও বিভিন্ন এজেন্টদের শুভেচ্ছা স্বরুপ কেক প্রদান করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম। 

৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে যাত্রীদের সুবিধার্থে নতুন আঙ্গিকে মোবাইল অ্যাপস ও লয়্যালটিক্লাব চালু করা হয়েছে। প্রধান কার্যালয় বলাকার কনফারেন্স কক্ষে কেক কেটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫১তম জন্মবার্ষিকীর শুভ সূচনা করা হয়। বিমান ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিমানের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বক্তব্যে সকলকে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন এবং সেবাধর্মী আচরণ নিয়ে জাতীয় এয়ারলাইন্সকে এশিয়ার ১০টি এয়ারলাইন্সের মধ্যে অন্যতম এয়ারলাইন্সে উন্নীত করার জন্য আহ্বান জানান। তিনি বলেন, দূর্নীতি ও অন্যায়কে কোনভাবেই প্রশ্রয় দেয়া হবেনা 

এবং ভালো কাজের জন্য পুরষ্কারের ব্যবস্থা করা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের লক্ষ্যকে গুরুত্ব দিয়ে বিমানকে স্মার্ট প্রতিষ্ঠানে পরিণত করতে সকল ধরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে মোবাইল অ্যাপস ও লয়্যালটিক্লাব চালু হলো। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০৩০ সালের মধ্যে এশিয়ার সেরা ১০টি এয়ারলাইন্সের একটি হিসেবে বিশ্বমান অর্জনের রূপকল্প সামনে রেখে কাজ করে যাচ্ছে বলে জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। আলোচনা সভায় বিমানের সকল পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিমান কর্মকর্তারা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৪ জানুয়ারি রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে সদ্য স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকাবাহী আকাশ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিষ্ঠা করেন। বাণিজ্যিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ২০০৭ সালের ২৩ জুলাই বিমানকে একটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা হয় যা সম্পূর্ণভাবে সরকারি মালিকানাধীন। এটি ১৩ সদস্যের একটি পরিচালনা পর্যদ দ্বারা পরিচালিত।

বিভিন্ন দেশের ২০টি শহরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গন্তব্য রয়েছে। বর্তমানে বিমান বহরে মোট ২১টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে ১৮টি হচ্ছে বিমানের নিজস্ব উড়োজাহাজ। যার মধ্যে ০৪টি বোয়িং ৭৭৭-৩০০ইআর, ০২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিম লাইনার, ৪টি বোয়িং ৭৮৭-৮ ড্রিম লাইনার, ৬টি বোয়িং ৭৩৭-৮০০ ও ৩টি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ অন্যতম। 

এমএএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়