শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৭ মে, ২০২৪, ০৬:০৫ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৪, ০৬:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বায়োমেট্রিকসহ বিআরটিএ দিনাজপুর সার্কেলের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা সম্পন্ন

ইউসুফ আলী, দিনাজপুর: [২] সোমবার ড্রাইভিং দক্ষতা যাচাই কমিটি (ডিসিটিসি) দিনাজপুর কর্তৃক অনুষ্ঠিত ২৩৬তম বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় দিনাজপুর ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষা, এরপর বিআরটিএ অফিস প্রাঙ্গনে বায়োমেট্রিক (ফিঙ্গারপ্রিন্ট), অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এর অফিস কক্ষে মৌখিক এবং দিনাজপুর বড় মাঠে পরীক্ষার্থীদের ব্যবহারিক (ফিল্ডটেস্ট) পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত বোর্ডে মোট ২২১ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৯জন সকল পরীক্ষায় অংশগ্রহন করে।

[৩] উক্ত সকল পরীক্ষায় উপস্থিত ছিলেন- দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও ড্রাইভিং দক্ষতা যাচাই কমিটি (ডিসিটিসি) এর সভাপতি মো. জানে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও ড্রাইভিং দক্ষতা যাচাই কমিটির সহ-সভাপতি মো. মোসফেকুর রহমান, দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. কাওসার আহমেদ, দিনাজপুর পলিটেকনিক ইন্সিটিউট এর ইন্সট্রাক্টর প্রকৌশলী মো. আব্দুল হাকিম, সদস্য সচিব ও বিআরটিএ দিনাজপুর সার্কেলের মোটরযান পরিদর্শক মো. কাফিউল হাসান মৃধা। 

[৪] এছাড়া সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন- দিনাজপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মনজুর মোর্শেদ, জারিফ সুলতান, আহরাব আল আকাশ ও বিআরটিএ দিনাজপুর সার্কেলের মেকানিক্যাল এসিস্ট্যান্ট মো. খুলুদ হাসান। 

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়