শিরোনাম
◈ এবার শেখ মুজিবের সেই ভাস্কর্য ভাঙল ছাত্র-জনতা (ভিডিও) ◈ অ‌নেক ক‌ষ্টে ম্যানইউকে হারা‌লো ‌চেল‌সি, আ‌রেক ম‌্যাচে অ‌্যাস্টন ভিলার জয় ◈ যে কারণে আজ খোলা সরকারি অফিস ◈ ভারত কি ট্রাম্পকে শূন্য শুল্কের প্রস্তাব দিয়েছে?  ◈ ধারণার চেয়ে অনেক আগেই বিলীন হবে মহাবিশ্ব: ব্ল্যাকহোল বিশেষজ্ঞ ◈ শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড, ৩ আসামিকে খালাস ◈ আ‌মিরা‌তের বিরু‌দ্ধে প্রথম ম্যাচ আজ, সি‌রিজ জ‌য়ে আশাবাদী লিটন দাস ◈ ব্রাজিলের ফুটবল ফেডারেশনের প‌রিচালনা পর্ষদ‌কে অপসারণের নির্দেশ আদালতের ◈ ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতিতে যুক্তরাষ্ট্রের চাপের ভূমিকা দাবি ট্রাম্পের, ভারত বল‌ছে অ‌যৌ‌ক্তিক ◈ চার দশক পর জাতিসংঘের মঞ্চে নেতৃত্বের দৌড়ে বাংলাদেশ

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৪, ১১:০৮ দুপুর
আপডেট : ১৩ মার্চ, ২০২৪, ০৪:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেলের নতুন ডিজি হলেন সরদার সাহাদাত আলী

সরদার সাহাদাত আলী

আসাদুজ্জামান সম্রাট: [২] বাংলাদেশ রেলওয়ের নতুন মহাপরিচালক হলেন সরদার সাহাদাত আলী। মঙ্গলবার (১২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব উজ্বল কুমার ঘোষ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে- অতিরিক্ত মহাপরিচালকের (অপারেশন) সঙ্গে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন। 

[৩] এর আগে মঙ্গলবার পর্যন্ত তিনি অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) হিসেবে দায়িত্ব পালন করেন। বুধবার থেকে তিনি ডিজি কামরুল আহসানের স্থলাভিষিক্ত হবেন।

[৪] মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের জনপ্রশাসন শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব উজ্বল কুমার ঘোষ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়েছে। বুধবার থেকে এই আদেশ কার্যকর হবে। মঙ্গলবার রেলওয়ে মহাপরিচালক মো. কামরুল আহসানের মেয়াদ শেষ হয়।

[৫] রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে ২০২১ সালে ১৩ সেপ্টেম্বর রেলওয়ের সংশোধিত জনবল কাঠামো অনুমোদন করা হয়। যার প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন অনুবিভাগ দ্বারা নিয়োগ যোগ্যতা/শর্তে বলা হয়েছে, মহাপরিচালক বিদ্যমান গ্রেড-১। 

[৬] সচিব স্বাক্ষরিত খসড়া নিয়োগবিধি অনুযায়ী রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন), অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক), অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো), অতিরিক্ত মহাপরিচালক (মার্কেটিং ও করপোরেট প্ল্যানিং), অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন), জেনারেল ম্যানেজার রেক্টর (রেলওয়ে ট্রেনিং একাডেমি) এসব পদে দায়িত্বে থাকা ব্যক্তিদের ২০ বছরের অভিজ্ঞতা হলে মহাপরিচালক পদে যোগ্য হবেন। এছাড়া ফিডার পদে তিন বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।

[৭] বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে কর্মরতদের মধ্যে ২০২০ সালের ২৭ ডিসেম্বর দ্বিতীয় গ্রেডে পদোন্নতি পান সরদার সাহাদাত আলী। নিয়মানুযায়ী, দ্বিতীয় গ্রেডে থাকা কর্মকর্তাদের মধ্য থেকে একজনকে মহাপরিচালক করার কথা। তিনি ছাড়া মহাপরিচালক থেকে দ্বিতীয় গ্রেডের আর কোনো কর্মকর্তা ছিলেন না। ফিডার পদের দিক থেকেই তিনি সবার থেকে এগিয়ে ছিলেন।

[৮] সৎ, কর্মনিষ্ঠ ও সদালাপী হিসাবে পরিচিত সরদার সাহাদাত আলী এর আগে রেলের পূর্ব ও পশ্চিমাঞ্চলে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। করোনাকালীন সময়ে সংক্রমণের মধ্যেও তিনি চট্টগ্রামে পূর্বাঞ্চল কার্যালয়ে নিয়মিত অফিস করে আলোচনায় আসেন। তাছাড়া নিয়মিত বিনা টিকেটের যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায় করেও তিনি আলোচনায় আসেন।

[৯] জানা গেছে, সরদার সাহাদাত আলী ১৯৯১ সালের ১১ ডিসেম্বর ক্যাডার পদে রেলওয়েতে যোগাদান করেন।

আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়