মারুফ হাসান: রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ভবনে আটকেপড়াদের মই দিয়ে নামিয়ে আনছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট।
শেষ খবর পাওয়া পর্যন্ত ২৮ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। ৬ জনকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য জানান।
আপনার মতামত লিখুন :