অনিক কর্মকার: [২] পোশাক কারখানার অন্যতম কালো অধ্যায় তাজরীন ট্র্যাজেডি। ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনের অগ্নিকাণ্ডে নিহত হন অন্তত ১১২ জন। আহত ও দগ্ধ হন আরও দুই শতাধিক শ্রমিক। দিনটি স্মরণে ও নিহতদের শ্রদ্ধা জানাতে পুড়ে যাওয়া ভবনটির সামনে সমবেত হন নিহতের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
[৩] শুক্রবার নিহত শ্রমিকদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় শ্রমিক নেতারা বিভিন্ন স্লোগান দিতে দিতে জরাজীর্ণ তাজরীন ফ্যাশনের সামনে জমায়েত হন। একের পর এক স্বজন, আহত শ্রমিক, সাধারণ শ্রমিক, শ্রমিক নেতা ও শিল্প পুলিশ নিহতদের শ্রদ্ধা জানান। সূত্র: ঢাকা পোস্ট
[৪] তাজরীন ট্র্যাজেডির ১১ বছরে মামলার ১০৪ জন সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছেন মাত্র ১১ জন। চলতি বছর কোনো সাক্ষী আদালতে উপস্থিত হননি। ফলে বিচার কাজও এগোচ্ছে না। সম্পাদনা: তারিক আল বান্না
আপনার মতামত লিখুন :