শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৩, ১২:৩০ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৩, ০৩:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টোল আদায়ের সময় হাতাহাতি, দৌড়ে পালাতে গিয়ে গাড়িচাপায় মৃত্যু

মোস্তাফিজুর রহমান: যাত্রাবাড়ীর কাজলা এলাকায় সিটি টোল নামে অতিরিক্ত টাকা আদায়, এসব নিয়ে সিটিটোল আদায়কারীদের সাথে ট্রাক চালক মালিক শ্রমিকদের হাতাহাতির ঘটনা ঘটে।

সোমবার (৩ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক তিন টার দিকে ঘটনাটি ঘটে।

সে সময়ে মো: হৃদয় মোল্লা বাদশা (২০) কালেকশনকারী যুবক দ্রুত স্থান ত্যাগ করার সময়ে অজ্ঞাত গাড়ির সাথে ধাক্কায় গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায় তার মৃত হয়। পরে যাত্রবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস মন্ডল তার মরদেহ উদ্ধার করে বিকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠান।

তিনি বলেন, অজ্ঞাত কোন গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন পরে গুরুতর আহত অবস্থায় তাকে অর্থোপেডিক পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে আটটায় মারা যান তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় মৃতের ছোট ভাই লিয়ন মোল্লা ঢামেক মর্গে এসে তার লাশ শনাক্ত করেন।
তিনি বলেন বড় ভাই হৃদয়  স্থানীয় পলাশের কর্মী হিসাবে টোল আদায়ের কাজ করতো।
তার সাথেই থাকতো, সে তাকে কিছু বেতন ধরে দিয়ে টাকা কালেকশন করাতো।

তিনি আরো বলেন, শুনেছি গতকাল দিবাগত রাত তিনটার দিকে ট্রাক মালিক শ্রমিকদের সঙ্গে সিটি ট্রোল আদায়কারীদের সঙ্গে মারামারির ঘটনা ঘটে সেখান থেকে দৌড়ে পালানোর সময় গাড়ির নিচে চাপা পড়ে।

তবে স্থানীয় একটি সুত্রে জানাগেছে, সেখানে সিটি টোলের বাহিরে অতিরিক্ত টাকা আদায় করা হতো, এ-সব নিয়ে ট্রাক চালক মালিক শ্রমিকদের সাথে মাঝে মধ্যে ঝগড়া ফেসাদ লেগে থাকতো। 

মৃত বাদশা গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর ব্যান্নাবাড়ী গ্রামের ফয়সাল মোল্লার ছেলে বাদশা ।
বর্তমানে যাত্রবাড়ি কাজলা ছনটেক এলাকায় থাকতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়