শিরোনাম
◈ তাইজুলের ১০ উইকেটে প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প  ◈ ৭৫’র পরে ক্ষমতায় এসে ইতিহাস বিকৃত করেছে বিএনপি-জামায়াত: জয় (ভিডিও) ◈ হাজারেরও বেশি যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ◈ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী ◈ রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত ◈ কাশিমপুর কারাগারে বিএনপি নেতার মৃত্যু ◈ উদ্বোধনের প্রথম দিনেই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু ◈ ব্যাগ ধরে টান দিল ছিনতাইকারী, পড়ে গিয়ে পা ভাঙল শিক্ষিকার ◈ ৬৩টি রাজনৈতিক দল সংসদ নির্বাচন বয়কট করেছে: বিএনপি

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৫৭ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় মুষলধারে বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তি

এম খান: [২] ঢাকায় বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে টানা কয়েক ঘণ্টা মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে রাজধানীর অধিকাংশ এলাকার রাস্তা তলিয়ে গেছে। কোথাও কোথাও বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন রাতে ঘরমুখী লোকজন। অনেকেই বৃষ্টির কারণে কর্মস্থল থেকে বের হতে পারছেন না।

[৩] টানা বৃষ্টিতে বাংলাদেশ আর নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলাটি পন্ড হয়ে গেছে। বৃহস্পবিার রাত ৮ টা ২৬ মিনিটে পরিত্যক্ত ঘোষণা করা হয়।

[৪] রাত ১১টার দিকে রাজধানীর বেগম রোকেয়া সরণিতে কয়েক শ গাড়ি আটকা পড়ে। আসাদগেটসহ আশপাশের সড়ক, গ্রিন রোড এলাকা তলিয়ে গেছে। ওইসব এলাকায় অনেক গাড়ি আটকে থাকতে দেখা যায়।

[৫] জলমগ্ন সড়কে আটকা পড়ে দীর্ঘক্ষণ কাটাতে হয়েছে অনেককে। তাদের একজন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী চন্দ্রিকা রহমান। সে প্রথম আলোকে জানায়, স্কুল ছুটির পর কোচিং করে মায়ের সঙ্গে রাত ৯টায় সিদ্ধেশরী থেকে বাসায় ফিরছিল। তাদের বাসা পশ্চিম ধানমন্ডির মিতালী সড়কে। ফেরার পথে রাত ১০টার দিকে ধানমন্ডি-৫ নম্বর সড়ক–সংলগ্ন সাতমসজিদ সড়কে এলে সিএনজিচালিত অটোরিকশায় পানি ঢুকে সেটি বন্ধ হয়ে যায়। আধা ঘণ্টা ধরে তারা আর কোনো যানবাহন না পেয়ে বন্ধ অটোরিকশায় আটকে আছে।

[৬] রাত সাড়ে ১০টার দিকে নীলক্ষেত, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, কাঁটাবন, হাতিরপুল,  মগবাজার, তেজগাঁও, বিজয়নগর, রোকেয়া সরণির তালতলা থেকে মিরপুর-১০ নম্বর পর্যন্ত এলাকায় বৃষ্টির পানি জমে গেছে। এছাড়া শেওড়াপাড়া, কাজীপাড়ার আবাসিক এলাকার নিচু অলিগলিতে পানি জমে গেছে। ফার্মগেট কলমিলতা বাজার পানিতে ডুবে যাওয়ার উপক্রম।

[৭] আবহাওয়াবিদ মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ঢাকায় সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে ৯টার পর কত মিলিমিটার বৃষ্টি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। শুক্রবারও ঢাকায় বৃষ্টি হতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়