শহীদুল ইসলাম: গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর উত্তরার জসিমউদ্দিন এলাকায় সড়ক অবরোধ করেছিলেন, পরে পুলিশের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেওয়া হলে কর্মীরা সড়ক থেকে সরে যান।
বুধবার (২৯ মার্চ) বিকেল সোয়া ৩টার দিকে এ বিক্ষোভ শুরু কেরেন তারা। এসময় সড়ক অবরোধের কারণে উত্তরা থেকে টঙ্গী-বনানী ও বাড্ডা থেকে উত্তরা পর্যন্ত ব্যাপক যানজট তৈরি হয়। পরে বকেয়া বেতন পরিশোধে পুলিশের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হলে বিকেল সাড়ে ৪টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা।
ডিএমপির উত্তরা বিভাগের উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. বদরুল হাসান বলেন, গার্মেন্টসের কর্মীরা সড়ক অবরোধ করলে পুলিশের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেওয়া হলে কর্মীরা সড়ক থেকে সরে যায়।