মোস্তাফিজুর রহমান: রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ছুরিকাঘাতে গার্মেন্টস কর্মী সহ দুই যুবক আহত।
আহতরা হলেন, মোঃ রাজু(২৫) স্থানীয় খান গার্মেন্টস এর অপারেটর, মোঃ ইমন (২০) পেশায় সে অগ্নি নির্বাপক সিলিন্ডার মেরামতকারী প্রতিষ্ঠানে কাজ করেন।
সোমবার রাত সাড়ে সাতটার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহতের বন্ধু আরিয়ান ইসলাম ফয়সাল জানান রাজু ইমন সহ চার বন্ধু হাতির এলাকায় ঘুরতে গিয়েছিল সেখান থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় বাস থেকে নামার পর আট দশজন যুবক ধারালো অস্ত্র দিয়ে এদের উপরে হামলা চালায় তার মধ্যে দুইজন দৌড়ে পালিয়ে গেলেও সেখানে রাজু বাম পায়ে হাটুর উপরে ও পিঠে ও ইমনের পিঠে ছুরিকাঘাতে আহত করে।
পরে দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে সেখান থেকে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়।
আহত রাজুর অপর বন্ধু হোসেন আলী বলেন, ওই এলাকায় এক মেয়ের সাথে সম্পর্ক ছিল সেখানে তারা মাঝেমধ্যে ঘুরতে যেত ঐ মেয়ের মামা সহ ১০/১২ জন ছুরিকাঘাতে দুই জন কে আহত করে।
ঢামেকে পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন আহত দুই জনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
আহতরা ডেমরা বক্সনগর এলাকায় পরিবারের সাথে থাকে।