শিরোনাম
◈ অর্থনীতিতে স্বস্তির বার্তা : জুনে আইএমএফ-এর ঋণ পাচ্ছে বাংলাদেশ ◈ স্থ‌গিত হওয়া পিএসএল ১৭ মে আবার শুরু, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে ◈ ক্লাব বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ১৫ হাজার সমর্থককে নিষিদ্ধ করা হলো ◈ শার্শায় ৩০ মামলার আসামী আইনাল গ্রেফতার ◈ ইতালিতে কড়া অভিবাসন নীতি, টার্গেটে বাংলাদেশিরা! ◈ তরুণী মা'রধরের নেপথ্যে লঞ্চের ভেতরে সেদিন কী ঘটেছিল? ভিডিও প্রকাশ্যে ◈ সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ◈ রমনা বটমূলে বোমা হামলা: দুজনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড ◈ সঞ্চয়পত্র কেনার নতুন নিয়ম ◈ মানবিক করিডর নিয়ে সরকার সবাইকে অন্ধকারে রেখেছে : মেজর হাফিজ

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৩, ০৫:২১ বিকাল
আপডেট : ০৫ মার্চ, ২০২৩, ০৬:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত সায়েন্সল্যাব

শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

শহীদুল ইসলাম: পূর্ববিরোধের ঘটনায় রোববার এক শিক্ষার্থীর হাতের রগ কেটে ফেলায় ফের সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ, সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

রবিবার (৫মার্চ) বেলা ১টার দিকে আইডিয়াল কলেজের সামনে থেকে এই সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে। পরে বেলা আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে সংঘর্ষের জেরে রাজধানীর গ্রিন রোড এলাকায় যান চলাচল দীর্ঘ সময় বন্ধ ছিল। এতে ফার্মগেট, নিউমার্কেটসহ আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়।

জানা গেছে, মণিপুর স্কুল থেকে পাস করা জিল্লুর নূর নামের এক শিক্ষার্থী ঢাকা কলেজের এলাকা দিয়ে বাসায় যাওয়ার সময় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে জিল্লুরের হাতের রগ কেটে যায়। পরে জিল্লুরের বন্ধুরা তাকে উদ্ধার করে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনার জেরে বেলা আড়াইটার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে আইডিয়াল কলেজের দিকে যায়। সেখানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর পুলিশ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ঢাকা কলেজের ভেতরে পাঠিয়ে দেয়। 

এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা পুলিশের একটি টহল গাড়িও তখন ভাঙচুর করে। 

শিক্ষার্থীরা জানান, গত বৃহস্পতিবার আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস ভাঙচুর করেছেন। ওই দিন ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে সামনে এসে নামফলক খুলে নিয়ে যায়। 

ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা সড়কের কয়েকটি গাড়িও ভাঙচুর করেছে। পুলিশের তৎপরতায় বেলা আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

এদিকে রোববার সায়েন্স ল্যাব এলাকার একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এমন ঘটনার দিনে বিস্ফোরণস্থলের কাছেই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে। 

এসআই/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়