শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৫:৪৪ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রাবাড়ীতে কাঁচামাল নামানোর সময় দুই গ্রুপের সংর্ঘষ, নিহত ১

মোস্তাফিজুর রহমান: রাজধানীর যাত্রাবাড়ী কাঁচামালের আড়তে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম ইমরান (৩৫)। এ ঘটনায় আহতরা হলেন, শাহাদত হোসেন (২৫), সিদ্দিক মিয়া (২৪) । 

সোমবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত এগারোটার দিকে যাত্রাবাড়ি কুতুবখালী কাঁচামালের আড়তে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ইমরানসহ তিনজন লাইনম্যান ডিউটিতেই থাকা অবস্থায় তাদের ওপর হামলা করে বেশ কয়েকজন দুর্বৃত্ত। তাদেরকে উদ্ধার করে পৌনে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইমরানকে মৃত ঘোষণা করেন।

রাতে ট্রাকে করে কাঁচামাল নামানোর সময় চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা তাদের ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করলে তারা গুরুতর আহত হন। 

সত্যতা নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই আমিরুল ইসলাম, তিনি বলেন মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতরা ঢামেকে চিকিৎসাধীন রয়েছে।

এসএ/এসএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়